জাপানে প্রবাসীদের জন্য দূতাবাসের হটলাইন চালু

জাপানে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হাগিবিস। ছবি: এএফপি
জাপানে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হাগিবিস। ছবি: এএফপি

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘হাগিবিস’। দেশটির বিভিন্ন এলাকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ দূতাবাস নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি।

চলমান দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবিলায় দেশটির সরকারের গৃহীত পদক্ষেপসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ দূতাবাস।

এই পরিস্থিতিতে দূতাবাস প্রবাসী সবাইকে জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করার অনুরোধ জানিয়েছে।

এ ছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য নিচে প্রদত্ত জরুরি নম্বরসমূহ প্রবাসীদের জন্য খোলা রয়েছে।

ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের আশঙ্কা করছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। ছবি: রয়টার্স
ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের আশঙ্কা করছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। ছবি: রয়টার্স

জরুরি হেল্পলাইন: ০৮০-৪৪৫৬-১৯৭১, ০৭০-৩২০২৪৪০০ ও ০৮০-৪০৬৫৬৬০১। বিজ্ঞপ্তি