কানাডার সাস্কাতুনে শারদীয় দুর্গাপূজা

পুষ্পাঞ্জলি প্রদান । ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত
পুষ্পাঞ্জলি প্রদান । ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত

কানাডার সাস্কাচেওয়ান প্রদেশের সাস্কাতুনে কাশফুল ফুটুক আর না-ই ফুটুক সনাতন ধর্মাবলম্বী বাঙালিদের মননে এখন বিরাজিত শারদোৎসবের আমেজ। কৈলাস থেকে মা দুর্গা মর্ত্যে এসে তাঁদের দেখা দিয়ে আবার চলে গেছেন কৈলাসে।

বাঙালি হিন্দুর হৃদয়ের অনুভব প্রসারিত করে সব ধর্ম-বর্ণের মানুষকে। সব দেশের মানুষকে আপন করে নিতে শেখায় বলে সর্বজনীন দুর্গোৎসব বিশ্বজনীন উৎসবেও পরিণত হয়েছে।

সাস্কাতুনে বসবাসরত বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে গত সোম ও মঙ্গলবার (৭ ও ৮ অক্টোবর) উদ্‌যাপন করেছেন শারদীয় দুর্গাপূজা। সাস্কাতুন সর্বজনীন পূজা পরিষদ প্রতিবারের মতো এই সর্বজনীন বা বারোয়ারি পূজার আয়োজন করে।

বারোয়ারি শব্দটির উৎপত্তি বারো (১২) এবং ইয়ার (বন্ধু) শব্দ দুটি থেকে। ১৭৯০ সালের এমনি এক শরতের বিকেলে হুগলির গুপ্তিপাড়ায় ১২ বন্ধু মিলে যে পূজার সূচনা করেছিলেন, তা কালের পরিক্রমায় কানাডার সাস্কাতুনে এসেও হানা দিয়েছে। বাঙালি যেখানে জোট বাঁধবে, সেখানে পূজা হবেই।

চলছে সিঁদুর খেলা। ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত
চলছে সিঁদুর খেলা। ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত

সাস্কাতুনের শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে দুই দিনব্যাপী এই পূজায় প্রথম দিন সকাল থেকে রাত পর্যন্ত পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি ছাড়াও চণ্ডীপাঠ, গান, নাচ, ফ্যাশন শো ও ধামাইল চলে দেশিও আমেজে। পূজার দ্বিতীয় দিনে সিঁদুর খেলার মাধ্যমে শেষ হয় দুর্গাপূজা।

সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল শিশু থেকে সব বয়সের প্রবাসীর পদচারণায় মুখরিত। সাস্কাতুনের জনপ্রিয় রিয়েলেটর প্রিয়াঙ্কা নন্দী যেমন ‘ও রঙ্গবতী রে রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে’ নাচের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছেন, ঠিক তেমনি তাঁর নির্দেশনায় বাংলার জনপ্রিয় গানের সঙ্গে যুগল ফ্যাশন শো উপস্থিত দর্শকেরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন।

সংগীতানুষ্ঠান। ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত
সংগীতানুষ্ঠান। ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত

এ ছাড়া লিন্তার নির্দেশনায় শিশুশিল্পীদের নিয়ে ‘গৌরী এল, দেখে যা লো গৌরী এল, দেখে যা লো’ অনুষ্ঠানে অন্য মাত্রা নিয়ে আসে।

প্রসাদ গ্রহণ করছেন ভক্তরা। ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত
প্রসাদ গ্রহণ করছেন ভক্তরা। ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত

দুই দিনব্যাপী পূজার শেষ দিনে সাস্কাতুন সর্বজনীন পূজা পরিষদের সভাপতি প্রশান্ত মণ্ডল ও সাধারণ সম্পাদক দেবল চৌধুরী উপস্থিত সবাইকে অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জানান আর সব স্পনসর ও স্বেচ্ছাসেবককে কৃতজ্ঞতা আর লক্ষ্মীপূজার আগাম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

নৃত্য পরিবেশনা। ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত
নৃত্য পরিবেশনা। ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত