দক্ষিণ কোরিয়ায় গ্লোবাল উৎসবে বাংলাদেশ

কোরিয়ায় গ্লোবাল উৎসবে বাংলাদেশের অংশগ্রহণকারীরা। ছবি: যুথি ইকরামের মাধ্যমে প্রাপ্ত
কোরিয়ায় গ্লোবাল উৎসবে বাংলাদেশের অংশগ্রহণকারীরা। ছবি: যুথি ইকরামের মাধ্যমে প্রাপ্ত

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশসহ প্রায় ৪০টি দেশের অংশগ্রহণে হয়ে গেল সিউল ইথেওয়ান গ্লোবাল ফেস্টিভ্যাল। গত শনিবার (১২ অক্টোবর) দেশটির রাজধানী সিউলের ইথেওয়ানে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে প্রতিটি দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশের ঐতিহ্য প্রদর্শন ও আলাদা দলে অংশ নেন। দেশটিতে নিযুক্ত অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূতেরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবিদা ইসলামের তত্ত্বাবধানে পুরো দূতাবাস পরিবার ও প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বাংলাদেশকে ফুটিয়ে তোলেন। শাড়ি-পাঞ্জাবির সাজে ইথেওয়ানের রাস্তা সেজেছিল একখণ্ড বাংলাদেশের রঙে।

উৎসবে দেশটিতে নিযুক্ত অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন। ছবি: যুথি ইকরামের মাধ্যমে প্রাপ্ত
উৎসবে দেশটিতে নিযুক্ত অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন। ছবি: যুথি ইকরামের মাধ্যমে প্রাপ্ত

আয়োজক দেশ হিসেবে কোরিয়া সরকারের পক্ষ থেকেও আয়োজনে আতিথেয়তায় কোনো কমতি ছিল না। উৎসবে ছিল বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী রকমারি সব খাবার। সব মিলিয়ে এটা ছিল এক আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলবন্ধনের আয়োজন।

উৎসবে বিভিন্ন দেশের স্টল। ছবি: যুথি ইকরামের মাধ্যমে প্রাপ্ত
উৎসবে বিভিন্ন দেশের স্টল। ছবি: যুথি ইকরামের মাধ্যমে প্রাপ্ত

এই উৎসব ছিল বিদেশের মাটিতে বিভিন্ন দেশের সামনে নিজ দেশের পতাকা ও ঐতিহ্য তুলে ধরার এক অনন্য সুযোগ। বাঙালি বিশ্বের যে প্রান্তেই থাকুক, নিজ দেশকে সগর্বে তুলে ধরুক, তুলে ধরুক নিজ দেশের গৌরব ও ঐতিহ্যকে।