সিডনিতে মাতৃভাষা স্মৃতিসৌধ নির্মাণে তহবিল সংগ্রহ

তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অতিথিরা
তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অতিথিরা

অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেল দ্বিতীয় আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ নির্মাণের জন্য তহবিল সংগ্রহ অনুষ্ঠান। এ উপলক্ষে গত রোববার (১৩ অক্টোবর) সিডনির রকডেলের এক ফাংশন সেন্টারে নৈশভোজের আয়োজন করা হয়।

ক্যান্টারবারি ব্যাংকসটাউন সিটি কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রবাসীসহ অনেকে স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে যোগ দেন।

অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নৈশভোজ শেষে অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নাচ পরিবেশন করেন।

সিডনির লাকেম্বার পিল পার্কে নির্মিত হবে দ্বিতীয় মাতৃভাষা স্মৃতিসৌধ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানিয়ে ও ভাষার নিদর্শক হিসেবে নির্মাণ করা হবে স্মৃতিসৌধটি। সিডনিপ্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এ প্রকল্প হাতে নেওয়া হলেও সিডনির ক্যান্টারবারি ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের তত্ত্বাবধানে এই স্মৃতিসৌধ নির্মিত হবে।

স্মৃতিসৌধ নির্মাণের জন্য প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার অস্ট্রেলীয় ডলার। রোববারের অনুষ্ঠানে প্রায় ৩৬ হাজার অস্ট্রেলীয় ডলার সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বাকি অর্থ ক্যান্টারবারি ব্যাংকসটাউন সিটি কাউন্সিল ও দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতায় সংগ্রহ করা হবে। যে–কেউ কাউন্সিলের কাছে অনুদান পাঠাতে পারবেন।

উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে সিডনির অ্যাশফিল্ড পার্কে বাংলাদেশিদের উদ্যোগে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ নির্মিত হয়।