প্যারিসে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান

ফিতা কেটে প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করেন কাজী এনায়েত উল্লাহ। ছবি: আবু তাহির
ফিতা কেটে প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করেন কাজী এনায়েত উল্লাহ। ছবি: আবু তাহির

ফ্রান্সের রাজধানী প্যারিসে নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে ব্যবসা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান নাইশা ফ্যাশন। গত রোববার (২০ অক্টোবর) জমকালো আয়োজনে নতুন ভবনে ব্যবসা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

ফিতা কেটে প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করেন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। এ সময় উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের পরিচালক নাসিম আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক টি এম রেজা, চাঁদপুর জেলা সমিতির সভাপতি মিজান চৌধুরী, সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকসহ বাংলাদেশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, নাসিম আহমদ সততার সঙ্গে ব্যবসা করে তিনি নিজে প্রতিষ্ঠিত হয়েছেন। ব্যবসার পাশাপাশি কমিউনিটিকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করছেন। এটা অন্য ব্যবসায়ীদের জন্য দৃষ্টান্ত। তাঁরা প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।