রাশিয়া-বাংলাদেশ ব্যাংকিং বাধা দূর হতে যাচ্ছে

মস্কোয় সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়ার কার্যালয়ে সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়া ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক। ২১ অক্টোবর ২০১৯। ছবি: বাংলাদেশ দূতাবাস, রাশিয়া
মস্কোয় সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়ার কার্যালয়ে সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়া ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক। ২১ অক্টোবর ২০১৯। ছবি: বাংলাদেশ দূতাবাস, রাশিয়া

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় চলমান বাণিজ্য কার্যক্রম ও এর সম্প্রসারণে রাশিয়ার ওপর চলমান অবরোধ সৃষ্ট ব্যাংকিং প্রতিবন্ধকতা একটি প্রধান অন্তরায়। এর ফলে রাশিয়ার মতো বিশাল বাজারে বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি বাজার সম্প্রসারিত হচ্ছে না। অন্যদিকে, তৈরি পোশাকসহ অন্য চাহিদাসম্পন্ন পণ্য তৃতীয় দেশের মাধ্যমে রাশিয়ায় রপ্তানি হওয়ায় একধরনের মধ্যস্বত্বভোগী তৈরি হয়েছে। এ কারণে বাংলাদেশি রপ্তানিকারকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে।

এ প্রেক্ষাপটে রাশিয়ায় সম্ভাবনাময় বিশাল বাজারে বাংলাদেশের রপ্তানি প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় ব্যাংকিং চ্যানেল প্রতিষ্ঠার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক, বেসরকারি ব্যাংক, ব্যবসায়ী নেতা প্রমুখের সঙ্গে আলোচনাক্রমে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে স্থানীয় মুদ্রায় দ্বিপক্ষীয় ব্যাংকিং চ্যানেল প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়।

এরই ধারাবাহিকতায় রাশিয়া-বাংলাদেশ ব্যাংকিং বাধা দূর করতে সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়া ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২১ অক্টোবর) রাশিয়ার রাজধানী মস্কোয় সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়ার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মস্কোয় সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়ার কার্যালয়ে সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়া ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক। ২১ অক্টোবর ২০১৯। ছবি: বাংলাদেশ দূতাবাস, রাশিয়া
মস্কোয় সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়ার কার্যালয়ে সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়া ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক। ২১ অক্টোবর ২০১৯। ছবি: বাংলাদেশ দূতাবাস, রাশিয়া

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের চার সদস্যের সফরকারী দলের নেতৃত্ব দেন নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবির। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন আন্তর্জাতিক সহায়তা বিভাগের পরিচালক আন্দ্রে মেলনিকভ। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক। বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মোল্লা সালেহীন সিরাজ উপস্থিত থেকে বৈঠকের সার্বিক বিষয়ে সমন্বয় করেন।

বৈঠকে নিরাপদ ও কার্যকরী লেনদেন, দ্বিপক্ষীয় লেনদেনে স্থানীয় মুদ্রার ব্যবহার, বাংলাদেশি ব্যাংকসমূহের রাশিয়ান এসপিএফএস সিস্টেম ব্যবহারের সম্ভাবনা, দুই দেশের বেসরকারি ব্যাংকসমূহের কার্যকরী আন্তসম্পর্ক স্থাপন প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি বায়েজীদ সরকার কর্তৃক বৈঠকে উপস্থাপিত প্রস্তাবনায় দ্বিপক্ষীয় ব্যাংকিং চ্যানেলের একটি রূপরেখা আলোচনা করা হয়। এ বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তসমূহ আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য ইন্টার গভর্নমেন্টাল কমিশনের বৈঠকে সিদ্ধান্তের জন্য সুপারিশ করা হবে। বিজ্ঞপ্তি