লন্ডনের বিশ্ব পর্যটন মেলায় অংশ নেবে বাংলাদেশ

মেলার লোগো। ছবি: ডব্লিউটিএমের ওয়েবসাইট
মেলার লোগো। ছবি: ডব্লিউটিএমের ওয়েবসাইট

যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে প্রতিবছরের মতো এবারও লন্ডনের বিশ্ব পর্যটন মেলায় (ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট-ডব্লিউটিএম) অংশ নেবে বাংলাদেশ। আগামী ৪ থেকে ৬ নভেম্বর লন্ডনের এক্সেল সেন্টারে (Royal Victoria Dock, 1 Western Gateway, London E16 1 XL) অনুষ্ঠিত হবে ডব্লিউটিএম ২০১৯।

মেলায় বর্ণাঢ্য বাংলাদেশ প্যাভিলিয়নের (স্টল নম্বর SA-440) উদ্বোধন করা হবে ৪ নভেম্বর বেলা ১১টায়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করবেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

হাইকমিশনার সাইদা মুনা তাসনীম এক বার্তায় যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেলায় বাংলাদেশ স্টল পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পৃষ্ঠপোষকতায় মেলায় এ বছর বাংলাদেশ থেকে ১২টি ট্যুর অপারেটর প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

মেলায় প্রবেশের জন্য ডব্লিউটিএম ২০১৯-এর ওয়েবসাইটে london.wtm.com রেজিস্ট্রেশন করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তি