চিলিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেইরা এচেনিকের কাছে পরিচয়পত্র পেশ করেছেন রাষ্ট্রদূত মো. জুলফিকার রহমান। ছবি: বাংলাদেশ দূতাবাস, ব্রাজিল
চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেইরা এচেনিকের কাছে পরিচয়পত্র পেশ করেছেন রাষ্ট্রদূত মো. জুলফিকার রহমান। ছবি: বাংলাদেশ দূতাবাস, ব্রাজিল

চিলি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেইরা এচেনিকের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে অনাবাসিক ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জুলফিকার রহমান। সম্প্রতি দেশটির রাজধানী সান্তিয়াগোতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি পরিচয়পত্র পেশ করেন।

উল্লেখ্য, রাষ্ট্রদূত জুলফিকার ব্রাজিলের পাশাপাশি আরও পাঁচটি দেশ—বলিভিয়া, চিলি, কিউবা, প্যারাগুয়ে ও উরুগুয়েতেও অনাবাসিক রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

দেশটির প্রেসিডেন্টের প্রাসাদ লা মনেদাঁতে রাষ্ট্রদূত জুলফিকার পৌঁছালে সামরিক বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন করেন। এরপর প্রেসিডেন্ট পিনেইরা দেশটিতে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে জুলফিকারের পরিচয়পত্র গ্রহণ করেন।

মো. জুলফিকার রহমান প্রেসিডেন্ট পিনেইরাকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। প্রেসিডেন্ট পিনেইরাও তাঁর শুভেচ্ছা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

চিলির প্রেসিডেন্টের সঙ্গে আলোচনাকালে রাষ্ট্রদূত জুলফিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার বিষয়ে অবহিত করেন।

স্বল্পতম সময়ে একটি স্বল্পোন্নত ও নিম্ন আয়ের দেশ বাংলাদেশকে একটি উন্নয়নশীল ও মধ্যম আয়ের দেশে রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাহসী ও বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেন প্রেসিডেন্ট পিনেইরা। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন তথা মেয়েদের শিক্ষা, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা, কারিগরি শিক্ষা ইত্যাদিতে বিনিয়োগের ফলে সার্বিক আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগামী অবস্থানেও প্রেসিডেন্ট পিনেইরা বেশ আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত জুলফিকার স্বচক্ষে বাংলাদেশের উন্নয়নযাত্রা প্রত্যক্ষ করার জন্য প্রেসিডেন্ট পিনেইরাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূত জুলফিকার রহমান চিলির পররাষ্ট্রসচিবসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন। ছবি: বাংলাদেশ দূতাবাস, ব্রাজিল
রাষ্ট্রদূত জুলফিকার রহমান চিলির পররাষ্ট্রসচিবসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন। ছবি: বাংলাদেশ দূতাবাস, ব্রাজিল

উল্লেখ্য, চিলি আগামী ডিসেম্বরে দুই সপ্তাহব্যাপী পরিবেশবিষয়ক বিশ্ব সম্মেলনের আয়োজক দেশ। সারা পৃথিবী থেকে ২০ হাজারের বেশি প্রতিনিধি এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে বিশ্বকে বাঁচানোর কর্মপরিকল্পনা প্রণয়নে কাজ করবেন।

এই বিশাল কর্মযজ্ঞের সফল আয়োজনের জন্য রাষ্ট্রদূত জুলফিকার চিলির প্রেসিডেন্টকে অভিনন্দন জানান।

প্রেসিডেন্ট পিনেইরা তাঁর আমন্ত্রণক্রমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ এবং বিশ্ব জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাংলাদেশের নেতৃত্বমূলক কার্যক্রমের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত জুলফিকার বিশ্ব প্রেক্ষাপট ছাড়াও ‘জাতীয় জলবায়ু পরিবর্তন তহবিল’ গঠনের মাধ্যমে জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতি রোধে বাংলাদেশের গৃহীত কার্যক্রম সম্পর্কেও পিনেইরাকে অবহিত করেন।

প্রেসিডেন্ট পিনেইরাও জলবায়ু পরিবর্তনের ক্ষতিসমূহ রোধে চিলির কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি দুই দেশের উন্নয়নযাত্রা ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত জুলফিকার রহমান চিলিতে অবস্থানকালে দেশটির পররাষ্ট্রসচিবসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। এসব দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও চিলির মধ্যে বাণিজ্য বৃদ্ধি, দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি স্বাক্ষর, সাংস্কৃতিক সহযোগিতা, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত আলোচনা বিষয়ে চুক্তি স্বাক্ষর, ঢাকায় চিলির দূতাবাস ও সান্তিয়াগোতে বাংলাদেশের দূতাবাস স্থাপন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে আশু কার্যক্রম গ্রহণের বিষয়েও দুই পক্ষের মধ্যে মতৈক্য প্রতিষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত জুলফিকার রহমান চিলির পররাষ্ট্রসচিবসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন। ছবি: বাংলাদেশ দূতাবাস, ব্রাজিল
রাষ্ট্রদূত জুলফিকার রহমান চিলির পররাষ্ট্রসচিবসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন। ছবি: বাংলাদেশ দূতাবাস, ব্রাজিল

চিলি বহির্বিশ্বে বিনিয়োগের ক্ষেত্রে একটি অন্যতম অগ্রগামী দেশ। অন্যদিকে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য অন্যতম আকর্ষণ হিসেবে পরিগণিত হচ্ছে। বাংলাদেশের বিনিয়োগবান্ধব আইনকানুন, রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চল ছাড়াও সম্প্রতি প্রতিষ্ঠিত ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবাধ বিদেশি বিনিয়োগের সুবিধা, প্রায় ৩০০ কোটি মানুষের বিশাল বাজারের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত অবস্থান, বিশ্বের উন্নত ও বড় বাজারগুলোতে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারভিত্তিক প্রবেশাধিকার ইত্যাদি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে রাষ্ট্রদূত জুলফিকার চিলির বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বিষয়টির গুরুত্ব বিবেচনায় ও চিলির বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বিষয়ে আরও জানার আগ্রহের পরিপ্রেক্ষিতে আগামী বছরের প্রথমার্ধে সান্তিয়াগোতে একটি বাংলাদেশ বিনিয়োগ সেমিনার আয়োজনের বিষয়েও দুই পক্ষের মধ্যে মতৈক্য হয়।

রাষ্ট্রদূত জুলফিকার চিলি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনায় মিলিত হন। মূলত দেশটিতে ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠানাদি আয়োজনসংক্রান্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা এসব অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে বেশ আগ্রহ এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তাঁরা মত প্রকাশ করেন, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তুলবে।

রাষ্ট্রদূত জুলফিকার রহমান চিলির পররাষ্ট্রসচিবসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন। ছবি: বাংলাদেশ দূতাবাস, ব্রাজিল
রাষ্ট্রদূত জুলফিকার রহমান চিলির পররাষ্ট্রসচিবসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন। ছবি: বাংলাদেশ দূতাবাস, ব্রাজিল

এ ছাড়া রাষ্ট্রদূত জুলফিকার দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও এক আলোচনা সভায় মিলিত হন। এই অনুষ্ঠানে তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, চিলিতে তাঁদের জীবনযাত্রা ইত্যাদি বিষয়ে অবগত হন। তাৎক্ষণিকভাবে সেখানে কিছু সমস্যার সমাধান করা হয়। অন্য সমস্যাগুলো সমাধানে দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিরা একসঙ্গে কাজ করবেন বলে সিদ্ধান্ত হয়।

বর্তমানে ব্রাজিলের বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে চিলিতে কনস্যুলার টিম পাঠিয়ে কনস্যুলার সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় উপস্থিত প্রবাসীরা দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানান। এ ছাড়া ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসের আওতাধীন ব্রাজিল, বলিভিয়া, চিলি, কিউবা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে জাতীয় দিবসগুলো যথাসম্ভব উদ্‌যাপনের নতুন উদ্যোগের অংশ হিসেবে এ বছর বাংলাদেশের বিজয় দিবস ২০১৯ সান্তিয়াগোতে উদ্‌যাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি