লন্ডনে বাংলাদেশি গবেষকদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সাইদা মুনা তাসনীম। ছবি: বাংলাদেশ হাইকমিশন, লন্ডন
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সাইদা মুনা তাসনীম। ছবি: বাংলাদেশ হাইকমিশন, লন্ডন

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণারত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। গত শুক্রবার (১ নভেম্বর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে তিনি এই মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় সাইদা মুনা তাসনীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি ২০২১ সালে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ এবং ২০৪১ সালে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করছেন।

হাইকমিশনার আশা করেন, দেশটিতে যাঁরা বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা নিচ্ছেন এবং নানা গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করছেন, তাঁরা বাংলাদেশে ফিরে গিয়ে নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখার মাধ্যমে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রক্রিয়ায় অংশীদার হবেন।

হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণকারীরা। ছবি: বাংলাদেশ হাইকমিশন, লন্ডন
হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণকারীরা। ছবি: বাংলাদেশ হাইকমিশন, লন্ডন

মতবিনিময়ে অক্সফোর্ড, কেমব্রিজ, কিংস কলেজ, ইম্পিরিয়াল কলেজ, কুইন্স মেরি ইউনিভার্সিটি, সোয়াস, ইউনিভার্সিটি অব ওয়ারউইকসহ দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যাঁরা স্কলারশিপ ও ফেলোশিপ নিয়ে এসেছেন, তাঁরা অংশ নেন।

স্কলারশিপ ও ফেলোশিপের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু স্কলারশিপ, প্রাইম মিনিস্টার স্কলারশিপ, বাংলাদেশ গভর্নমেন্ট স্ট্রেংথনিং স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ ও শেভেনিং স্কলারশিপ। বিজ্ঞপ্তি