লন্ডনে বিশ্ব পর্যটন মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

ফিতা কেটে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন সাইদা মুনা তাসনীম। ছবি: বাংলাদেশ হাইকমিশন, লন্ডন
ফিতা কেটে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন সাইদা মুনা তাসনীম। ছবি: বাংলাদেশ হাইকমিশন, লন্ডন

লন্ডনের বিশ্ব পর্যটন মেলায় (ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট) অংশ নিয়েছে বাংলাদেশ। তিন দিনব্যাপী এ মেলা লন্ডনের এক্সেল সেন্টারে গত সোমবার (৪ নভেম্বর) উদ্বোধন করা হয়।

ওই দিন এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ফিতা কেটে বর্ণাঢ্য বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।

এ সময় বাংলাদেশ থেকে আসা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাশন শো। ছবি: বাংলাদেশ হাইকমিশন, লন্ডন
বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাশন শো। ছবি: বাংলাদেশ হাইকমিশন, লন্ডন

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির শিল্পীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশন করেন। সেই সঙ্গে ‘লাভদেশ’ নামের একটি বাংলাদেশি-ব্রিটিশ ফ্যাশন হাউস ব্রিটিশ শিল্পীদের নিয়ে নাচ, সংগীত ও ঐতিহ্যবাহী পোশাকের সমন্বয়ে বাংলাদেশের ছয় ঋতুর উপযোগী ফ্যাশন প্রদর্শন করে। উদ্বোধনী অনুষ্ঠানটি মেলায় আসা দর্শকেরা উপভোগ করেন।

প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশনা। ছবি: বাংলাদেশ হাইকমিশন, লন্ডন
প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশনা। ছবি: বাংলাদেশ হাইকমিশন, লন্ডন

এই মেলা চলবে আজ (৬ নভেম্বর) পর্যন্ত। 

যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে মেলায় এ বছর বাংলাদেশ থেকে ১২টি ট্যুর অপারেটর প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিজ্ঞপ্তি