লিসবনে প্রবাসী বাংলাদেশিদের মানববন্ধন

লিসবনে প্রবাসী বাংলাদেশিদের মানববন্ধন। ছবি: নাঈম হাসান
লিসবনে প্রবাসী বাংলাদেশিদের মানববন্ধন। ছবি: নাঈম হাসান

পর্তুগালের রাজধানী লিসবনের সাকাবাই নামক স্থানে সন্ত্রাসীদের হাতে হাবিবুর রহমান বাবলু নামের একজন প্রবাসী বাংলাদেশি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মানববন্ধন করেছেন প্রবাসী বাংলাদেশিদের একাংশ।

গত শুক্রবার (৮ নভেম্বর) লিসবনের প্রাসা দ্য ফিগুয়েইরাতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘটনার সুষ্ঠু বিচার ও আহত হাবিবুর রহমানের সহায়তা এবং প্রবাসী বাংলাদেশি সবার নিরাপত্তার দাবিতে ব্যানার ও ফেস্টুন হাতে মানববন্ধনে যোগ দেন শতাধিক বাংলাদেশি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাবিবুর রহমানের ওপর হামলার বিচার, তাঁর চিকিৎসা বাবদ ক্ষতিপূরণ, এ ধরনের হামলা রোধে সরকারের আরও তৎপরতা বাড়ানোর দাবি জানান।

উল্লেখ্য, ২ নভেম্বর শনিবার হাবিবুর রহমানের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কিছু অজ্ঞাতনামা অস্ত্রধারী প্রবেশ করে তাঁর কাছে ইউরো দাবি করে। পরে অস্ত্রধারীরা তাঁর পায়ে গুলি করে পালিয়ে যায়।

লিসবনে প্রবাসী বাংলাদেশিদের মানববন্ধন। ছবি: নাঈম হাসান
লিসবনে প্রবাসী বাংলাদেশিদের মানববন্ধন। ছবি: নাঈম হাসান

পরে পুলিশ এসে হাবিবুর রহমানকে লিসবনের সান্তা মারিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাঁর পায়ের অবস্থা ভালো নয় বলে জানান এবং ইনফেকশন থেকে বাঁচাতে পা কেটে ফেলার সিদ্ধান্তে নেন।

হাবিবুর রহমানের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায়। তিনি বর্তমানে লিসবনের সাও জোসে হাসপাতালে চিকিৎসাধীন।

কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করা হলে হাবিবুর রহমান চলাফেরার পাশাপাশি কর্মক্ষমও হতে পারবেন। কিন্তু কৃত্রিম পা লাগানোর জন্য প্রয়োজনীয় আর্থিক ব্যয় তাঁর পক্ষে বহন করা সম্ভব নয়। এ জন্য তিনি কমিউনিটির সহায়তা চেয়েছেন।