সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য সম্মেলন

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান (বাঁ থেকে দ্বিতীয়)। ছবি: বাংলাদেশ হাইকমিশন, অস্ট্রেলিয়া
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান (বাঁ থেকে দ্বিতীয়)। ছবি: বাংলাদেশ হাইকমিশন, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো হতে যাচ্ছে তিন দিনব্যাপী অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য সম্মেলন। ১৩ নভেম্বর বুধবার এই সম্মেলন শুরু হয়ে শেষ হবে ১৫ নভেম্বর শুক্রবার।

এ উপলক্ষে গত শুক্রবার (৮ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির বাংলাদেশ কনস্যুলেটের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশটির বাংলাদেশ হাইকমিশন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অস্ট্রেলিয়া-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার থেকে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এই সম্ভাবনাকে আরও প্রসার ঘটাতে নীতিনির্ধারণমূলক আয়োজন এটি।

সম্মেলনে বাংলাদেশ থেকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী ও ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতারাসহ প্রায় ১০০ ব্যবসায়ী যোগ দেবেন।

সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে দেশটির বাংলাদেশ হাইকমিশন ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি)।