মন্ট্রিয়েলে সরগম মিউজিক একাডেমির বর্ষপূর্তি উদ্যাপন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শুভেচ্ছাবাণী পাঠ করেন পার্লামেন্ট মেম্বার মার্ক মিলার। পরে তিনি এটি একাডেমির প্রিন্সিপাল ও সংগীতশিল্পী ডরিন মলি গোমেজের হাতে তুলে দেন। ছবি: সরগম মিউজিক একাডেমি
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শুভেচ্ছাবাণী পাঠ করেন পার্লামেন্ট মেম্বার মার্ক মিলার। পরে তিনি এটি একাডেমির প্রিন্সিপাল ও সংগীতশিল্পী ডরিন মলি গোমেজের হাতে তুলে দেন। ছবি: সরগম মিউজিক একাডেমি

জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে কানাডার মন্ট্রিয়েলের সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সরগম মিউজিক একাডেমির অষ্টম বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। গত শনিবার (৯ নভেম্বর) নগরীর পার্ক ভিউ রিসেপশন হলে বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়।

বর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে কানাডার মূলধারার বিশিষ্ট ব্যক্তিসহ অনেক প্রবাসী বাংলাদেশি সপরিবারে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের এ বছরের গ্রেডেশন ও নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে অভিষিক্তও করা হয়।

ফিতা কেটে অনুষ্ঠানের শুভসূচনা করেন দেশটির প্রধানমন্ত্রীর অফিস ডিরেক্টর স্টাবরোলা ডাক্লারাস। বর্ষপূর্তির কেক কাটেন সিটি কাউন্সিলর মেরি ডেরস। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শুভেচ্ছাবাণী পাঠ করেন পার্লামেন্ট মেম্বার (এমপি) মার্ক মিলার। পরে তিনি এটি একাডেমির প্রিন্সিপাল ও সংগীতশিল্পী ডরিন মলি গোমেজের হাতে তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরিন মলি গোমেজ।

সুধীদের একাংশ। ছবি: সরগম মিউজিক একাডেমি
সুধীদের একাংশ। ছবি: সরগম মিউজিক একাডেমি

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পার্লামেন্ট মেম্বার সুরাইয়া মারটিনে ফ্রিডার, পলিটিক্যাল অ্যাটাসে রোজ ক্লেমন্ট পেতিত, রিকারড স্পোরি, ড. শোয়েব সাঈদ, ড. ওয়াইজ উদ্দীন, ড. মইনুল আহসান, মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদ, সাংবাদিক মনিরুজ্জামান, শাহাব কাজী ও একাডেমির ডিরেক্টর রণজিৎ মজুমদার।

অনুষ্ঠানের শুরুতেই একাডেমির শিক্ষার্থীরা পরিবেশন করে কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত।

দ্বিতীয় পর্বে ছিল সরগম মিউজিক একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ (গ্রেডেশন) ও অভিষেক। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের একাডেমিতে স্বাগত জানিয়ে বরণ করেন মূলধারার সংগীতশিল্পী ও বেহালাবাদক এলাইজা মুর, মন্ট্রিয়েল আর্ট সেন্টারের ডিরেক্টর চিত্রশিল্পী রানা কিবাসি, সংগীতশিল্পী মাহবুবুর রহমান ভূঁইয়া ও তবলাশিল্পী ঝলক দেব চৌধুরী।

অনুষ্ঠানে বর্ষপূর্তির কেক কাটা হয়। ছবি: সরগম মিউজিক একাডেমি
অনুষ্ঠানে বর্ষপূর্তির কেক কাটা হয়। ছবি: সরগম মিউজিক একাডেমি

অনুষ্ঠানে কানাডার তরুণ প্রজন্মর নিয়ে কাজ করা সংগঠন বিসিসিবি মন্ট্রিয়েল ডরিন মলি গোমেজকে তাঁর সংগীত শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে সংস্কৃতিচর্চায় অবদান রাখায় একটি ক্রেস্ট উপহার দেয়। ক্রেস্টটি হস্তান্তর করার সময় বিসিসিবি মন্ট্রিয়েলের শাহাব কাজী, রিয়াজ ফরিদি ও নাফিসা, রুমানা চৌধুরীসহ অন্য সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন।

একাডেমির উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে উপহার ও রেজাল্ট কার্ড তুলে দেন মন্ট্রিয়েলের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সুর-ঝংকার’। সাংস্কৃতিক পর্ব শুরু হয় উচ্চাঙ্গসংগীতের বিশেষ রাগ বাগেশ্রী পরিবেশনের মধ্য দিয়ে। রাগটি পরিবেশন করেন একাডেমির সিনিয়র শিক্ষার্থী মৌসুমী নাথ। এ পর্বে একাডেমির শিক্ষার্থীদের পরিবেশিত নাচ, গান, গিটার, বেহালা ও তবলার লহরির অনুপম ঝংকারে বিমুগ্ধ হয়ে পড়েন হলভর্তি দর্শক।

সমগ্র অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন নাজনিন নিশা, শর্মিষ্ঠা মণ্ডল ও শিপ্রা খান।

একাডেমির শিক্ষার্থীদের সংগীত পরিবেশনা। ছবি: সরগম মিউজিক একাডেমি
একাডেমির শিক্ষার্থীদের সংগীত পরিবেশনা। ছবি: সরগম মিউজিক একাডেমি

তবলায় সংগত করেন ঝলক দেব চৌধুরী ও অমর দ্বীপ সিং। টাম্বোলিনায় ছিলেন রণজিৎ মজুমদার।

সবশেষে সবার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন ডরিন মলি গোমেজ।