তোমায় নিয়ে

তোমায় নিয়ে একটা কবিতা লিখব ভেবেছিলাম, 

পারিনি।
ঈর্ষায় এলোমেলো হয়ে গেছে বর্ণমালা,
তাই ছন্দই মেলেনি।
তোমায় নিয়ে খোলা প্রান্তরে শুয়ে জোছনা দেখব ভেবেছিলাম,
পারিনি।
তোমার রূপে লজ্জায় চাঁদ অন্ধকার গভীরে ডুব দিয়েছে,
তাই জোছনা ঝরেনি।
তোমায় নিয়ে ঝুম ঝুম বৃষ্টিতে ভিজব ভেবেছিলাম,
পারিনি।
অজানা অভিমানে দূরে বহু দূরে হাওয়ায় ভেসে গেছে মেঘেরা,
তাই বৃষ্টি নামেনি।
তোমায় নিয়ে স্বপ্নে তারায় তারায় ঘুরব ভেবেছিলাম,
পারিনি।
ভালোবাসার অসহ্য অস্থিরতায় জেগে ছিলাম সারা রাত,
তাই স্বপ্নরা আসেনি।
তোমায় নিয়ে শান্ত নদীতে নৌকা ভাসাব ভেবেছিলাম,
পারিনি।
অজানা কোনো ব্যথায় শুকিয়ে গেছে নদী,
তাই নৌকা ভাসেনি।
তোমায় নিয়ে শিশিরভেজা ঘাসে হাঁটব ভেবেছিলাম
পারিনি।
তোমার কোমল পদ দেখে লজ্জা পেয়েছে শিশির,
তাই মাটিতেই নামেনি।
---

ইমদাদ বাবু: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।