ভেজা কফির হাতছানি

প্রথম আলোর ফাইল ছবি
প্রথম আলোর ফাইল ছবি

ভেজা কফির হাতছানি
মো. ফজলুল করিম

মেঘে ঢাকা এ শহরে সকালের আলো নেই
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মৃদু আঘাত
প্রশান্তি ছুঁয়ে যায় আলতো করে;
এক চিলতে ভালোবাসা খোঁজে এ মন।

কফি হাতে দাঁড়িয়ে আছে ওখানে কেউ
অবিচ্ছেদ্য সম্পর্ক শরীর ও মন জুড়ে
অলিখিত আবেগ পুঁজি করে
অবারিত সুখের সমীরণ আসে মাঝে মাঝে।

মিষ্টি সুখের অনুভূতি আজ
জলফোঁটা আর শব্দ মিলেমিশে একাকার
কিছু স্বপ্ন নতুন মোড়কে কড়া নাড়ে
নতুন রঙের আভা নাকি মরীচিকা?

বৃষ্টি বার্তার আবেশে এ সকাল
নতুন সুর গুনগুন করে অবচেতন
অদেখা অচেনা মুহূর্তের অলিগলি
হাতছানি দিয়ে ডাকে।

হয়তো কিছুই নয় মেঘবালিকা ছাড়া
রূপকথার মতো ভাসে গহিনের জলে
চুপিচুপি তারে ভাবা যায়
ছুঁয়ে দিতে চাইলেই হয় বিলীন।
–––

ড. মো. ফজলুল করিম: পোস্টডক্টরাল রিসার্চ ফেলো, পিটসবার্গ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র।