কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালন

অনুষ্ঠানে অতিথিরা। ছবি: মঈন উদ্দিন সরকার
অনুষ্ঠানে অতিথিরা। ছবি: মঈন উদ্দিন সরকার

কুয়েতে উৎসবমুখর পরিবেশে ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে সোবহান সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট (বিএমসি) সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন দেশটির সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী এ আল শানফা।

সশস্ত্র বাহিনী দিবসে বিএমসির স্মরণিকার মোড়ক উন্মোচন। ছবি: মঈন উদ্দিন সরকার
সশস্ত্র বাহিনী দিবসে বিএমসির স্মরণিকার মোড়ক উন্মোচন। ছবি: মঈন উদ্দিন সরকার

এ ছাড়া দেশটির সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, বিভিন্ন দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে ও দেশটিতে বসবাসরত প্রবাসীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কেক কাটা হয়। ছবি: মঈন উদ্দিন সরকার
অনুষ্ঠানে কেক কাটা হয়। ছবি: মঈন উদ্দিন সরকার

বিএমসি সদর দপ্তর সোবহানে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল শরীরচর্চা, কুচকাওয়াজ, ব্যান্ড পরিবেশনা, সশস্ত্র বাহিনী দিবসে বিএমসির স্মরণিকার মোড়ক উন্মোচন, কেক কাটা ও মধ্যাহ্ন ভোজ।

এ ছাড়া ১৯৭১ সাল থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ১৯৯১ সাল থেকে বিএমসির ক্রমধারার ওপর চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

শরীরচর্চা। ছবি: মঈন উদ্দিন সরকার
শরীরচর্চা। ছবি: মঈন উদ্দিন সরকার

অনুষ্ঠানে বিএমসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল মজিদ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন।