বাংলাদেশ-তুরস্কের ব্যবসা সম্প্রসারণে মতবিনিময় সভা ইস্তাম্বুলে

বাংলাদেশ কনস্যুলেট ইস্তাম্বুলের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ কনস্যুলেট ইস্তাম্বুলের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। গত ২৯ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ কনস্যুলেট, ইস্তাম্বুলের উদ্যোগে এ মতবিনিময় সভা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় তুরস্কের বিনিয়োগকারী, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কনস্যুলেট, ইস্তাম্বুলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

মসিউর রহমান বক্তব্য দিতে গিয়ে তাঁর চাকরিজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের গতি ও তার বিকাশ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ এবং অপার সম্ভাবনাময়ী গন্তব্য।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে বাংলাদেশ কনস্যুলেট ইস্তাম্বুলে। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে বাংলাদেশ কনস্যুলেট ইস্তাম্বুলে। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা ও সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এ লক্ষ্যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করা হচ্ছে। প্রায় ১৮ কোটি মানুষের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক যুবশক্তি রয়েছে, যা বিনিয়োগের জন্য একটি তাৎপর্যপূর্ণ নিয়ামক। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে তুর্কি বিনিয়োগকারীরা শুধু লাভবানই হবে না, দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও প্রসারিত হবে, যা তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় ও শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। তিনি তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

সভায় স্বাগত বক্তব্যে কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এগিয়ে রয়েছে। বাংলাদেশ গোটা বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল′হিসেবে বিবেচিত হচ্ছে। সম্ভাবনাময় বাংলাদেশে বিনিয়োগ করতে তুরস্কের বিনিয়োগকারীদের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় তুরস্কের ব্যবসায়ীরা আলোচনায় অংশগ্রহণ করেন এবং বিনিয়োগের আশ্বাস দেন। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
মতবিনিময় সভায় তুরস্কের ব্যবসায়ীরা আলোচনায় অংশগ্রহণ করেন এবং বিনিয়োগের আশ্বাস দেন। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

মতবিনিময় সভায় তুরস্কের ব্যবসায়ীরা আলোচনায় অংশ গ্রহণ করেন এবং বিনিয়োগের আশ্বাস দেন।

আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন বাংলাদেশ-তুরস্ক ব্যবসায়িক ফোরামের সভাপতি মিজ লরা গোক, বিশিষ্ট ব্যবসায়ী মি. মেহমেত এবং সেন্টার ফর ননরেসিডেন্ট বাংলাদেশির চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট এম এস শাকিল চৌধুরী। আলোচনা শেষে অতিথিদের সম্মানে সান্ধ্যভোজের আয়োজন করা হয়।