বাংলাদেশি বংশোদ্ভূত কবি শরীফুলকে সম্মাননা দিলেন মার্কিন মেয়র

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কবি শরীফুল আলমকে বিশেষ সম্মাননা দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ডসন সিটির মেয়র রিক রেকটর।
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কবি শরীফুল আলমকে বিশেষ সম্মাননা দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ডসন সিটির মেয়র রিক রেকটর।

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কবি শরীফুল আলমকে বিশেষ সম্মাননা দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ডসন সিটির মেয়র রিক রেকটর। সিটি মেয়র রিক তাঁর চিঠিতে শরীফুল আলমের কাব্যপ্রতিভার ভূয়সী প্রশংসা করেন।

কবি শরীফুল আলম যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আপস্টেটের হার্ডসনে থাকেন।

হার্ডসন সিটির মেয়র রিক রেকটর শরীফুল আলমের প্রশংসা করে লেখেন, বাংলা সংস্কৃতির মিশ্রণের মাধ্যমে হার্ডসন তথা যুক্তরাষ্ট্র এবং বাংলা ভাষাভাষীদের এক সেতুবন্ধ রচনা করেছেন। হার্ডসন আপস্টেটের ক্রিয়েটিভ রাজধানী, আর সেখানে শরীফুল আলম তাঁর বুদ্ধিবৃত্তিক ও কাব্যভিত্তিক প্রতিভার প্রভাব বিস্তারের মাধ্যমে হার্ডসন তথা যুক্তরাষ্ট্রের গৌরব বৃদ্ধি করছেন।

মেয়র রিক রেকটর বাংলা সংস্কৃতি বিস্তারে শরীফুল আলমের সব কার্যক্রমে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।