টোকিওতে বৃহত্তর খুলনা সমিতির নবান্ন উৎসব

উৎসবে ছিল চাল ও চালের গুঁড়া দিয়ে তৈরি বাহারি খাবার, আকর্ষণীয় মিষ্টান্ন ও রকমারি পিঠা
উৎসবে ছিল চাল ও চালের গুঁড়া দিয়ে তৈরি বাহারি খাবার, আকর্ষণীয় মিষ্টান্ন ও রকমারি পিঠা

জাপানের রাজধানী টোকিওতে দ্বিতীয়বারের মতো নবান্ন উৎসব পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গত রোববার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে টোকিওর তাকিনোগাওয়া কাইকান হলে বৃহত্তর খুলনা সমিতির (জিকেসিজে) উদ্যোগে আয়োজন করা হয় এ নবান্ন উৎসব।

উৎসবে ছিল চাল ও চালের গুঁড়া দিয়ে তৈরি বাহারি খাবার, আকর্ষণীয় মিষ্টান্ন ও রকমারি পিঠা
উৎসবে ছিল চাল ও চালের গুঁড়া দিয়ে তৈরি বাহারি খাবার, আকর্ষণীয় মিষ্টান্ন ও রকমারি পিঠা

দূর প্রবাসে বাংলার প্রাণের ঐতিহ্য ধরে রাখতে এ উৎসবে ছিল চাল ও চালের গুঁড়া দিয়ে তৈরি বাহারি খাবার, আকর্ষণীয় মিষ্টান্ন, রকমারি পিঠা ও সাংস্কৃতিক পরিবেশনা।

উৎসবে পাঁচটি পৃথক পর্বে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, নবান্নের গান, নবান্নের কবিতা ও নবান্নের নৃত্য পরিবেশনা এবং আনন্দ কনসার্ট। সাংস্কৃতিক পর্বে শিল্পীরা নাচে-গানে মাতিয়ে তোলেন উৎসব। এ সময় খুলনার একাধিক আঞ্চলিক গানও পরিবেশন করেন শিল্পীরা।

অনুষ্ঠানে জিকেসেজির কর্মকর্তা তানিজা শারমিন ও বহ্নি আহমেদ জানান, বিদেশিদের সামনে দেশের গৌরবময় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা এবং নিজেদের চর্চা অব্যাহত রাখার লক্ষ্য থেকেই এ আয়োজন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ আয়োজনে প্রথমবারের তুলনায় আরও বেশি সাড়া পাওয়া গেছে। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

মনমাতানো নবান্ন আয়োজনে হাজিরা দেন দেশটির বাংলাদেশ দূতাবাসের শীর্ষ কর্মকর্তাসহ টোকিও ও এর আশপাশ শহরে বসবাসরত কয়েক শ বাঙালি।

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

জিকেসিজে সভাপতি গুল মোহাম্মদ ঠাকুর, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, রুনা আহমেদ, বহ্নি আহমেদ, গোলাম মাসুম ও তানিজা শারমিনসহ বিশজনের স্বেচ্ছাসেবক দল গোটা আয়োজন সফল করে তোলে।

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা