অন্তর্দৃষ্টির কথা

অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী
অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী

শুক্লপক্ষের এক পূর্ণ তিথিতে
স্বপ্নের সেই আকাশছোঁয়া ছাদ
নিশ্বাসে জমে আছে উষ্ণ ঠোঁটের গ্রাস।
মনের নির্জন কারাবাসে আবদ্ধ আবছায়া প্রতিচ্ছবি
হালকা পরশের আভাসে হৃদয় আলোড়িত।
কানে বেজে ওঠে শঙ্খের ধ্বনি তরঙ্গ।
জ্যোৎস্নার আলো মিলিয়ে যাওয়া ভোরে শুনতে পাই অসময়ে কলিং বেলের আওয়াজ।

মনের মাঝে দ্বিধাদ্বন্দ্ব,
খেলছে হাজারো প্রশ্ন
তারপরেও
একটু একটু করে তোমার প্রতিটি নিশ্বাসকে ছুঁয়ে দেখেছি ঝরে যাওয়া অশ্রুর সঙ্গে।
জানো তো?
কষ্ট পোষার দিন আমার শেষ হয়ে গেছে,
আমার দেশে এখন আর মনখারাপের
কোনো জায়গা নেই
ওকে আমি দীর্ঘ সময় নিয়ে ছুটিতে পাঠিয়েছি।
প্রেমে ঘটে যাওয়া মৃত্যুর জীবনও
কোনো না কোনো একদিন ফিরে আসে।
আমার চিতার আগুনে জ্বলবে না আর তোমার রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার।

ভাগ্যের প্রতিটি পৃষ্ঠায়
শেওলায় জমে থাকা পুরোনো ভিটার মতো নীরব কান্নার আর্তনাদ শুনতে পেয়েছি,
ভালোবাসার ঘড়ির কাঁটা জীবনভর বিপক্ষে গাম্ভীর্যের সহিত প্রতারণাই
করে গেছে।
এই ঝোড়ো হাওয়ায় কোন দিকে নিয়ে
যাবে জীবনের মোড় ভাবতে ভাবতেই অনেকগুলো দিন পার হয়ে গেছে।
সময়ের ষড়যন্ত্রে সত্যের সুগন্ধি
আর কত দিন আড়াল হয়ে থাকবে কৃষ্ণপক্ষের কাছে?
–––

উইলি মুক্তি: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

লেখিকা
লেখিকা