রিয়াদে বিজয় দিবস উপলক্ষে নাটক মঞ্চায়ন

নাটকের একটি দৃশ্য। ছবি: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ
নাটকের একটি দৃশ্য। ছবি: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ

‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’ স্লোগানকে সামনে রেখে সৌদি আরবের রাজধানী রিয়াদে সফল মঞ্চায়ন হয়েছে ‘আমিনা সুন্দরী’ নাটকের। বাংলাদেশি নাট্য সংগঠন রিয়াদ বাংলাদেশ থিয়েটার নাটকটি পরিবেশন করে।

গত শুক্রবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে নাটকের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

রাষ্ট্রদূত রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, রিয়াদ বাংলাদেশ থিয়েটার যেভাবে মুক্তিযুদ্ধের চিত্র নাটকের মাধ্যমে তুলে ধরছে, তা সত্যিই প্রশংসনীয়। গোলাম মসীহ প্রবাসে নাটক মঞ্চায়নসহ রিয়াদ বাংলাদেশ থিয়েটারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

নাটকের একটি দৃশ্য। ছবি: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ
নাটকের একটি দৃশ্য। ছবি: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন দূতাবাসের কর্মকর্তারা।

বক্তারা প্রবাসে দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তাঁরা উল্লেখ করেন, এর মাধ্যমে প্রবাসে বসবাসরত নতুন প্রজন্ম দেশের ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে পরিচিত হবে।

নাটকের কলাকুশলীরা। ছবি: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ
নাটকের কলাকুশলীরা। ছবি: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ

‘আমিনা সুন্দরী’ নাটকের নির্দেশনায় ছিলেন নাট্যজন সারোয়ার জাহান সিদ্দিকী। কোরিওগ্রাফি করেছেন কামরুজ্জামান। আবহসংগীতে ছিলেন মনজুর আল ইসলাম। আলোক প্রক্ষেপণে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ মানিক।

বক্তব্য দিচ্ছেন গোলাম মসীহ। ছবি: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ
বক্তব্য দিচ্ছেন গোলাম মসীহ। ছবি: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মামিতা ইসলাম, কামরুজ্জামান, আরিফুর রহমান, মির্জা কামাল, রাশেদ আল কারিম, নাঈম রহমান, সুমাইয়া, সাদিয়া, নাজিম উদ্দিন, হাফিজুল ইসলাম, মসিহ সিরাজ, মো. জাহাঙ্গীর আলম, রনক, রাহিল, শীতল ও কমল।

দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে নাটকটি উপভোগ করেন। বিজ্ঞপ্তি