চীনের ওশান বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদ্যাপন

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা হয়। ছবি: মো. সাইফ উদ্দীনের মাধ্যমে পাওয়া
বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা হয়। ছবি: মো. সাইফ উদ্দীনের মাধ্যমে পাওয়া

চীনের শানডং প্রদেশের ওশান ইউনিভার্সিটি অব চায়নার ইউশান ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশের ৪৯তম মহান বিজয় দিবস। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন দিবসটি পালন উপলক্ষে গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জাতীয় সংগীত শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শহিদুল আলম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। সঞ্চালনা করেন পার্থ প্রতিম বর্মণ (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়)।

সংক্ষিপ্ত বক্তব্য দেন মুহাম্মদ ফররুখ রহমান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), মোছা. হালিমা খাতুন (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), মুহাম্মদ নুরুল আজিম সিকদার (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), কে এম আজম চৌধুরী (ঢাকা বিশ্ববিদ্যালয়), সায়লা আকতার (ঢাকা বিশ্ববিদ্যালয়), মো. সাইফ উদ্দীন (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়), মো. গোলাম সাজেদ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), মো. আবদুল্লাহ আল মামুন (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), মোহাম্মদ হাবিবুর রহমান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), মু. আবদুস শাকুর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), মোহাম্মদ শফিকুর রহমান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), মো. তানজিল আহমেদ (বরিশাল বিশ্ববিদ্যালয়), মো. তারিফুল ইসলাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), মো. আবদুল করিম (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়) ও শামীমা নাসরিন (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)।

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা হয়। ছবি: মো. সাইফ উদ্দীনের মাধ্যমে পাওয়া
বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা হয়। ছবি: মো. সাইফ উদ্দীনের মাধ্যমে পাওয়া

সভায় বক্তারা বিজয় দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন।

আলোচনার পরে বিজয় কেক কেটে এবং দেশাত্মবোধক কবিতা ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ছাড়া ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, মিসর, নাইজেরিয়া ও নাইজারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
---

মো. সাইফ উদ্দীন: এমএস শিক্ষার্থী: বেনথোস ইকোলজি ল্যাবরেটরি, ওশান ইউনিভার্সিটি অব চায়না।