ব্রুনেই দারুসসালামে বিজয় দিবস উদ্যাপন

বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। ছবি: বাংলাদেশ হাইকমিশন, ব্রুনেই দারুসসালাম
বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। ছবি: বাংলাদেশ হাইকমিশন, ব্রুনেই দারুসসালাম

ব্রুনেই দারুসসালামের বাংলাদেশ হাইকমিশন ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের সঙ্গে ৪৯তম মহান বিজয় দিবস উদ্‌যাপন করেছে। রাজধানী বন্দর সেরি বেগওয়ানে গত সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেন প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সদস্য ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এরপর মহান স্বাধীনতাযুদ্ধে যাঁরা জীবন উৎসর্গ করেছেন, সেসব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

বাণীগুলো পাঠ করেন যথাক্রমে হাইকমিশনার, কাউন্সেলর ও দূতালয় প্রধান মাইনুল হাসান ও প্রথম সচিব (শ্রম) জিলাল হোসেন।

আলোচনা অনুষ্ঠান। ছবি: বাংলাদেশ হাইকমিশন, ব্রুনেই দারুসসালাম
আলোচনা অনুষ্ঠান। ছবি: বাংলাদেশ হাইকমিশন, ব্রুনেই দারুসসালাম

পরে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় দেশটিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির উপস্থিত সুধীদের মধ্যে কয়েকজন বক্তব্য দেন। তাঁরা বিজয় দিবসের গুরুত্ব ও দেশ গঠনে করণীয় বিষয় নিয়ে আলোকপাত করেন।

হাইকমিশনার তাঁর বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে ব্যাখ্যা করেন। তিনি প্রবাসে দেশের সুনাম রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান।

সাংস্কৃতিক পরিবেশনা। ছবি: বাংলাদেশ হাইকমিশন, ব্রুনেই দারুসসালাম
সাংস্কৃতিক পরিবেশনা। ছবি: বাংলাদেশ হাইকমিশন, ব্রুনেই দারুসসালাম

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে শিশু–কিশোরদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণিল সাজে সজ্জিত শিশু–কিশোরেরা বাংলাদেশের সংস্কৃতি ও বিজয়ের গান নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন হাইকমিশনার।

পুরস্কার বিতরণ। ছবি: বাংলাদেশ হাইকমিশন, ব্রুনেই দারুসসালাম
পুরস্কার বিতরণ। ছবি: বাংলাদেশ হাইকমিশন, ব্রুনেই দারুসসালাম

বিজয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে সব শ্রেণি–পেশার প্রবাসী বাংলাদেশি নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

উপস্থিতির একাংশ। ছবি: বাংলাদেশ হাইকমিশন, ব্রুনেই দারুসসালাম
উপস্থিতির একাংশ। ছবি: বাংলাদেশ হাইকমিশন, ব্রুনেই দারুসসালাম

এ ছাড়া দেশটির জাতীয় পত্রিকা ‘বর্ণিও বুলেটিন’-এ বিজয় দিবস পালনের সংবাদ প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি