সিউলে অভিবাসী দিবসে সম্মাননা প্রদান

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম। ছবি: বাংলাদেশ দূতাবাস, সিউল
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম। ছবি: বাংলাদেশ দূতাবাস, সিউল

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি ইপিএসকর্মী ও কোরীয় নিয়োগকর্তাকে সম্মাননা প্রদান করেছে। গত রোববার (২২ ডিসেম্বর) দেশটির রাজধানী সিউলে কেইবি হানা ব্যাংকের অডিটরিয়াম হলে এ উপলক্ষে দূতাবাসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিবের বাণী পাঠ করা হয়। অন্যদের মধ্য হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অব কোরিয়ার প্রতিনিধিরা শুভেচ্ছা বক্তব্য দেন।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি দেশটিতে কর্মরত বাংলাদেশি ইপিএসকর্মীদের কর্মনিষ্ঠা, আনুগত্য ও তাঁদের সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা এবং সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশি ইপিএসকর্মী ও নিয়োগদাতা কোরীয় মালিকদের অভিনন্দন জানান।

উল্লেখ্য, সর্বোচ্চসংখ্যক বাংলাদেশি ইপিএসকর্মী নিয়োগের জন্য পাঁচজন কোরীয় নিয়োগকর্তাকে সম্মাননা প্রদান করে বাংলাদেশ দূতাবাস। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি ইপিএসকর্মীকে সম্মাননা দেওয়া হয়।

উপস্থিতির একাংশ। ছবি: বাংলাদেশ দূতাবাস, সিউল
উপস্থিতির একাংশ। ছবি: বাংলাদেশ দূতাবাস, সিউল

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ থেকে আগত সৃষ্টি কালচারাল একাডেমির মামুন ও তাঁর দলের মূকাভিনয় সবাইকে মুগ্ধ করে।

পরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইপিএস তথ্য সহায়িকা পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে কূটনীতিকসহ বিভিন্ন দূতাবাসের লেবার অ্যাটাশে, বাংলাদেশি ইপিএসকর্মী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।