প্যারিসে বিজয় কাপ দাবা প্রতিযোগিতা

প্রতিযোগিতার দৃশ্য। ছবি: অনুপম বড়ুয়া
প্রতিযোগিতার দৃশ্য। ছবি: অনুপম বড়ুয়া

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ফ্রান্স শাখা ও উবারভিলিয়ে দাবা ক্লাবের যৌথ উদ্যোগে সম্প্রতি হয়ে গেল বিজয় কাপ দাবা প্রতিযোগিতা। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে সপ্তমবারের মতো এই বিজয় কাপ দাবা অনুষ্ঠিত হয় দেশটির দাবা ফেডারেশনের অধীনে।

প্রবাসী বাংলাদেশি ও ফরাসি প্রতিযোগীদের মধ্যে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। মোট সাত রাউন্ড শেষে প্রতিযোগিতায় বড়দের মধ্যে প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশের প্রতিযোগী দাবাড়ু মিজানুর রহমান। দ্বিতীয় হয়েছেন ফরাসি প্রতিযোগী দোরভা অলিভিয়ে ও তৃতীয় ফাব্রো দাভিদ।

প্রতিযোগিতার দৃশ্য। ছবি: অনুপম বড়ুয়া
প্রতিযোগিতার দৃশ্য। ছবি: অনুপম বড়ুয়া

ছোটদের বিভাগে প্রথম হয়েছে ওয়াইশা হাদিয়ান। দ্বিতীয় ওয়াইশা ইসমাইল ও তৃতীয় গোয়েন্তোরি আইয়ুব নোয়ে।

এ ছাড়া নারী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ফারদিনা হোসেন। বিশেষ পুরস্কার পান বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেস হোসেন।

পুরস্কার বিতরণী। ছবি: অনুপম বড়ুয়া
পুরস্কার বিতরণী। ছবি: অনুপম বড়ুয়া

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী ফ্রান্স শাখার সভাপতি কিরণময় মণ্ডল ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার, সিপিবি ফ্রান্স শাখার সম্পাদক আহাম্মেদ আলী, উভারভিলিয়ে দাবা ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।

প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন উদীচীর ফ্রান্স শাখার উপদেষ্টামণ্ডলীর সদস্য সলিমুল্লাহ সিদ্দিকী।

পুরস্কার বিতরণী। ছবি: অনুপম বড়ুয়া
পুরস্কার বিতরণী। ছবি: অনুপম বড়ুয়া