কানাডার সাস্কাতুনে বিজয় দিবস উদ্যাপন

বাংলা স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা। ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত
বাংলা স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা। ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত

কানাডার সাস্কাচেওয়ান প্রদেশের সাস্কাতুনে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচেওয়ানের (বিকাশ) উদ্যোগে মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করেছে বাংলাদেশের মহান বিজয় দিবস। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সেন্ট পল চার্চে দিবসটি উদ্‌যাপন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি দৃশ্য। ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত
সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি দৃশ্য। ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত

সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিকাশের নবনির্বাচিত সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিকাশের নবনির্বাচিত কমিটির সদস্যরা। ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত
বিকাশের নবনির্বাচিত কমিটির সদস্যরা। ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত

এরপর সাস্কাতুন বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনার মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাস্কাতুনে বেড়ে ওঠা শিশু–কিশোরদের নাচ, গান আর আবৃতি উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত
চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত

নুরুল হুদা পলাশ ও জেবুন্নেসা চপলার প্রাণবন্ত আর মনোমুগ্ধকর সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি দর্শকেরা উপভোগ করেন মন্ত্রমুগ্ধের মতো। সাস্কাতুনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় নাচ, গান আর বাদ্যযন্ত্রের সুরে অনুষ্ঠানস্থল মিনি বাংলাদেশে পরিণত হয়।

একদিকে অনুষ্ঠান চলছে, অন্যদিকে জমে ওঠে শাড়ি আর খাবারের দোকানে আড্ডা। এ ছাড়া অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়।

শাড়ির দোকান। ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত
শাড়ির দোকান। ছবি: অমিত উকিলের মাধ্যমে প্রাপ্ত

বিকাশের সভাপতি শহিদুল খান উপস্থিত সবাইকে বৈরী আবহাওয়া ও কর্মব্যস্ততার মধ্যেও উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করার জন্য ধন্যবাদ জানান। তিনি সব ভুলভ্রান্তি আর মনোমালিন্য ভুলে সবাইকে একসঙ্গে নিয়ে সুন্দর একটি সংগঠন ও কমিউনিটি গড়ে তোলার প্রত্যয় আর নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।