সিঙ্গাপুরে মেরিন ডিপ্লোমা প্রকৌশলীদের মিলনমেলা

মঞ্চে হাইকমিশনার মোস্তাফিজুর রহমানসহ আয়োজক সংগঠনের নেতারা
মঞ্চে হাইকমিশনার মোস্তাফিজুর রহমানসহ আয়োজক সংগঠনের নেতারা

প্রবাসে একটি জায়গায় যদি বাঙালিরা একসঙ্গে মিলিত হন, তাহলে তো কোনো কথাই নেই। রক্তের টান, দেশের টান, ভাষা ও নিজস্ব সংস্কৃতির টানে সিঙ্গাপুর সায়েন্স সেন্টারে শতাধিক বাংলাদেশি উৎসবমুখর পরিবেশে মিলিত হয়েছিলেন এক মিলনমেলায়। এ যেন এক অন্যরকম উৎসব। প্রবাসে অন্যরকম মিলনমেলা। ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ, সিঙ্গাপুরের (ডিএমইএবিএস) উদ্যোগে সিঙ্গাপুরে গত শনিবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ছয়টায় সায়েন্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে সিঙ্গাপুরপ্রবাসী বাংলাদেশি মেরিন ডিপ্লোমা প্রকৌশলীদের মিলনমেলা।

উপস্থিতির একাংশ
উপস্থিতির একাংশ

মিলনমেলার একপর্যায়ে অনুষ্ঠিত হয় আলোচনা। এতে প্রথমে সকলকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দীন। আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোস্তাফিজুর রহমান। এ ছাড়া, মিলনমেলায় উপস্থিত ছিলেন সংগঠনের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ আবুল হাসানসহ অন্য সদস্যরা।

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নৃত্য পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এরপর শিল্পীরা মঞ্চে সমবেত কণ্ঠে পরিবেশন করেন গান। এ ছাড়া, আনন্দ আড্ডা, হাসি ও মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে সমগ্র আয়োজন ছিল আনন্দে ভরা। অনুষ্ঠান চলাকালে মনে হয়েছিল এ যেন প্রবাসে একখণ্ড বাংলাদেশ।