লস অ্যাঞ্জেলেসে কবিতাসন্ধ্যা

কবিতাসন্ধ্যার একটি দৃশ্য। ছবি: তপন দেবনাথ
কবিতাসন্ধ্যার একটি দৃশ্য। ছবি: তপন দেবনাথ

রাইটার্স অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার আয়োজনে লস অ্যাঞ্জেলেসে ‘কবিতা সাঁঝ প্রদীপ সন্ধ্যায়’ শিরোনামে কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি অধ্যুষিত বাংলাদেশ একাডেমিতে এই কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিতোষ মুখার্জি ও লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনসাল (বাণিজ্যিক) আল মামুন।

স্বরচিত কবিতা ও বিভিন্ন কবিদের কবিতা থেকে আবৃতি করেন কাজী মশহুরুল হুদা, সৈয়দ এম হোসেন, জামাল হোসাইন, মোবারক হোসেন, আমিনুল হক, কামরান তাওহিদ, হাসিনা বিনতে হোসেন, সাজিয়া হক, কানিজ রশিদা, ফিরোজ আলম, আবদুল খালেক, উম্মে সালমা, হানিফ সিদ্দিকী, নাসরিন হাসান ও আইয়ুব হাসান প্রমুখ।

কবিতাসন্ধ্যার একটি দৃশ্য। ছবি: তপন দেবনাথ
কবিতাসন্ধ্যার একটি দৃশ্য। ছবি: তপন দেবনাথ

মনোরম এই কবিতাসন্ধ্যাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন সোহেল রহমান, লস্কর আল মামুন, মিথুন চৌধুরী, জাহিদ হোসেন, মহিতোষ মুখার্জি, খন্দকার আলম ও পঙ্কজ দাস।

বাংলা কবিতার বর্তমান হালচাল নিয়ে বক্তব্য দেন ভাইস কনসাল আল মামুন।

কবিতাসন্ধ্যায় উপস্থিতির একাংশ। ছবি: তপন দেবনাথ
কবিতাসন্ধ্যায় উপস্থিতির একাংশ। ছবি: তপন দেবনাথ

২৩ বছর আগে রাইটার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা, এর পথচলা ও বাংলা কবিতা নিয়ে আলোচনা করেন মুক্তাদির চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী মশহুরুল হুদা। অনেকে এই কবিতাসন্ধ্যা উপভোগ করেন।