আমার গহিন স্বপ্ননীড়ে

অলংকরণ: আরাফাত করিম
অলংকরণ: আরাফাত করিম

বৃষ্টি ঝরা মিষ্টি চোখে ভালোবাসার এক ঝিলিক রোদের

আকাশ হলে তুমি,
ইলোরার রংধনুরা পালিয়ে গেল ভীষণ লজ্জায়
এ বুঝি স্বপ্নের ভেলায় দিগন্ত পাড়ে লাজুক প্রেমের লুকোচুরি লুকোচুরি খেলা।
আবিরের ওই আলতা মেশানো গোধূলিরা যেন মেঘ হতে চায়
নিজের রং বিকিয়ে;
আনমনে শুনি আমি সুখের রিনিঝিনি তোমার চিরায়ত ভালোবাসার সপ্তসুরে।
ম্যাকবেথের উচ্চাভিলাষী সুখের কাছে ট্রয়ের ধ্বংস বড়ই বেমানান,
যেখানে প্রেমের ফেরিওয়ালা চিৎকার করে প্রেম সওদা নিয়ে ঘোরে না
জীবনের বাঁকে বাঁকে প্রেমের সিন্দাবাদ হয়ে তুমি সাঁতরে বেড়াও
আমার গহিন স্বপ্ননীড়ে।
–––

সহিদুল আলম স্বপন: জেনেভা, সুইজারল্যান্ড।