অ্যারিজোনায় ক্ষুধার্ত শিশুদের পাশে বাংলাদেশিরা

খাদ্য প্রক্রিয়াজাতকরণে অংশগ্রহণকারী দুই স্বেচ্ছাসেবী আশফাক ও তৌহিদ। ছবি: মাসুদ রেজা
খাদ্য প্রক্রিয়াজাতকরণে অংশগ্রহণকারী দুই স্বেচ্ছাসেবী আশফাক ও তৌহিদ। ছবি: মাসুদ রেজা

যুক্তরাষ্ট্রে প্রতিবছরের মতো এবারও জানুয়ারি মাসের তৃতীয় সোমবার নানা আয়োজনে আমেরিকানদের পাশাপাশি বাংলাদেশিরা পালন করেছেন মার্টিন লুথার কিং ডে।

আমার একটি স্বপ্ন আছের প্রবক্তা ড. মাটিন লুথার কিংয়ের জন্মদিন উপলক্ষে এই দিন যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে পালিত হয়। এ বছর ছিল তাঁর ৯১তম জন্মবার্ষিকী। তাঁর জন্ম ১৯২৯ সালের ১৫ জানুয়ারি।

দিবসটিতে দেশজুড়ে প্যারেড, বিভিন্ন কর্মসূচি ও কমিউনিটির সেবার মধ্য দিয়ে তাঁকে সম্মান জানানো হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফিনিক্স (বাপ) এই দিনে স্বেচ্ছাসেবী হয়ে কাজ করার জন্য বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে।

খাদ্য প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম দেখতে আসা অ্যারিজোনার স্টেট রিপ্রেজেনটেটিভ জেনিফার পাওলিকের সঙ্গে শম্পা ও রেজা। ছবি: মাসুদ রেজা
খাদ্য প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম দেখতে আসা অ্যারিজোনার স্টেট রিপ্রেজেনটেটিভ জেনিফার পাওলিকের সঙ্গে শম্পা ও রেজা। ছবি: মাসুদ রেজা

বাপ গতবারের মতো এবারও এ উপলক্ষে এফএমএসসির সহায়তায় ফিলিপাইনের ক্ষুধার্ত শিশুদের জন্য খাদ্য প্রক্রিয়াজাত করেছে। প্রায় ১০০ জনেরও বেশি বাংলাদেশি আমেরিকানের উপস্থিতিতে খাদ্য প্রক্রিয়াজাত করা হয়। এ ছাড়া ১৬ বছর বয়সী আরিয়ানার ডিজাইনে বাংলাদেশি পতাকাসংবলিত তৈরি করা হয় টি–শাট, যা সত্যিই প্রশংসার দাবি রাখে।

ক্ষুধার্ত শিশুদের জন্য ৪৮ হাজার ৮১৬টি খাবারের প্যাকেট তৈরি করা হয়েছে, যা দিয়ে ১৩৩ জন শিশুকে এক বছর খাওয়ানো যাবে। এর মূল্যমান প্রায় ১১ হাজার ৭১৬ ডলার।

টি–শাট ডিজাইনার আরিয়ানার সঙ্গে কয়েকজন স্বেচ্ছাসেবী। ছবি: মাসুদ রেজা
টি–শাট ডিজাইনার আরিয়ানার সঙ্গে কয়েকজন স্বেচ্ছাসেবী। ছবি: মাসুদ রেজা

বড় পরিসরে এমন একটি মানবকল্যাণকর কাজ করার জন্য বাপ সব মহলের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এ ছাড়া আসছে ১ ফেব্রুয়ারি বাপের উদ্যোগে অ্যারিজোনায় বড় পরিসরে পিঠামেলার আয়োজন প্রস্তুতি চলছে। ভাস্করের নেতৃত্বে ২২ ফেব্রুয়ারি পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কলি ভাবি ও মাসুদ খন্দকারের তত্ত্বাবধানে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে ১৪ মার্চ।