ফ্রান্সে সন্ধ্যার আমন্ত্রণে শীর্ষক সংগীতানুষ্ঠান

একক সংগীত পরিবেশন করছেন শিল্পী সাগর বড়ুয়া। ছবি: অনুপম বড়ুয়া
একক সংগীত পরিবেশন করছেন শিল্পী সাগর বড়ুয়া। ছবি: অনুপম বড়ুয়া

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ফ্রান্স সংসদ পরিচালিত বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের বিশেষ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যার আমন্ত্রণে একক সংগীতসন্ধ্যা। এতে শিল্পী সাগর বড়ুয়া একক সংগীত পরিবেশন করেন।

গত রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী প্যারিসে কেন্দ্রের মিলনায়তনে আয়োজন করা হয় এই সংগীতসন্ধ্যার।

অনুষ্ঠানে উদীচীর ফ্রান্স সংসদের সভাপতি কিরণময় মণ্ডল শুভেচ্ছা বক্তব্যে দেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন হাওলাদার।

দর্শক–শ্রোতাদের একাংশ। ছবি: অনুপম বড়ুয়া
দর্শক–শ্রোতাদের একাংশ। ছবি: অনুপম বড়ুয়া

শুভেচ্ছা বক্তব্যে কিরণময় মণ্ডল সংগঠনের প্রতি সাগর বড়ুয়ার দায়বদ্ধতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

পরে সাগর বড়ুয়ার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়।

এরপর করতালির মধ্য দিয়ে মঞ্চে আসেন শিল্পী সাগর বড়ুয়া। তিনি শিল্পী মাহমুদুন্নবীর জনপ্রিয় গান ‘সুরের ভুবনে আমি আজও পথচারী’ গানটি দিয়ে শুরু করেন। তারপর একে একে পরিবেশন করেন আজ এই বৃষ্টির কান্না দেখে, এ কেমন রঙ্গ তোমার, আমি ফুলকে যেদিন ধরে বেঁধে, এক ফোঁটা বিষ আজ, তোমার যাবার সময় বুঝি হয়ে যায়, তবুও তুমি আমার, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে ইত্যাদি।

দর্শক–শ্রোতাদের একাংশ। ছবি: অনুপম বড়ুয়া
দর্শক–শ্রোতাদের একাংশ। ছবি: অনুপম বড়ুয়া

তবলায় সংগত করেন অনুভব চ্যাটার্জি।

অনেক রাত পর্যন্ত চলে সাগর বড়ুয়ার মনোমুগ্ধকর পরিবেশনা। তুমুল করতালি আর সাগর বড়ুয়ার সঙ্গে গলা মিলিয়ে দর্শক–শ্রোতারাও উপভোগ করেন তাঁর অনবদ্য পরিবেশনা।