সংশয়

আমার সর্বোচ্চ চাওয়ার

চাইতেও তুমি সুন্দর
পৃথিবীর আমূল সৌন্দর্য
যেন নেতিয়ে পড়ে
লজ্জাবতীর ন্যায়
তোমার ছোঁয়ায়।

আমি লোভী নই
নই বা কামুক
তারপরও এ যেন অপ্রতিরোধ্য
আমার স্তরে স্তরে চাপা পড়া চাওয়াগুলো
উঁকি দেয় দুর্দান্ত তাণ্ডবে
আর কত দমাব
কতবার দমানো যায়?

মাঝে ক্লান্ত হয়ে পড়ি
হাত-পা ছেড়ে ধপাস করে পড়ি
আবার দম নিই
সর্বোচ্চ শক্তি ব্যয়ে উঠে দাঁড়াই
গা ঝারা দিই
ঝেঁটিয়ে বিদায় করি
আমার ভ্রান্ত চাওয়াগুলো।

কিন্তু এভাবে আর কতবার?
যখনই তোমার সাক্ষাৎ
স্বয়ংক্রিয়ভাবে আটকে যাই
কল্পনার জালে
নারকেল মালার ভেতরের কীটটি
শুরু করে বিষাক্ত দংশন।

সমস্ত প্রতিরোধক্ষমতা লোপ পায়
আমার একান্ত চাওয়া নামক ভাইরাসগুলোর কাছে।
নিস্তেজ, রোগাক্রান্ত হই।
তারপরও টিকে থাকি
তোমার না চাওয়ার
টিকায়।
---

অন্তিম রায়: বার্মিংহাম, যুক্তরাজ্য।