ফিনল্যান্ডে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতীর আরাধনা

ফিনল্যান্ডে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতীর আরাধনা। ছবি: জামান সরকার
ফিনল্যান্ডে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতীর আরাধনা। ছবি: জামান সরকার

ফিনল্যান্ডে সাড়ম্বরে উদ্‌যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা। দেশটির রাজধানী হেলসিংকিতে গত শনিবার (১ ফেব্রুয়ারি) এ পূজা উদ্‌যাপন করা হয়।

জ্ঞান ও বিদ্যালাভের আশায় প্রবাসীরা সনাতন ধর্মাবলম্বীরা শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। এ আয়োজনে ছিল স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান পূজারি অ্যাসোসিয়েশন অব ফিনল্যান্ড।

হিন্দুশাস্ত্র অনুসারে, সাদা রাজহাঁসে চড়ে ও বীণা হাতে সরস্বতী পৃথিবীতে আসেন।

হেলসিংকির ভানতার পূজামণ্ডপে দেবীর পাদপদ্মে অঞ্জলি দেন ভক্তরা। এ ছাড়া দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হয়।

আয়োজনে আরও ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ফিনল্যান্ডে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতীর আরাধনা। ছবি: জামান সরকার
ফিনল্যান্ডে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতীর আরাধনা। ছবি: জামান সরকার

পূজামণ্ডপে পুরোহিতের দায়িত্ব পালন করেন অভি ভট্টাচার্য।

পূজার অনুষ্ঠানে ভক্তদের ভিড় ছিল লক্ষণীয়।

ফিনল্যান্ডে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতীর আরাধনা। ছবি: জামান সরকার
ফিনল্যান্ডে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতীর আরাধনা। ছবি: জামান সরকার

আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসীম কর, প্রদীপ কুমার ঘোষ, দেবাশীষ সাহা, মুকুল পোদ্দার, কৃষ্ণ দাস, মধুরিমা ভট্টাচার্য, সংগীতা সাহা, মিত্রা পোদ্দার, জয়া পোদ্দার, কুমকুম কর, মুক্তি সাহা ও শ্যামলী সাহা।