বইমেলায় প্রবাসী রফিক আহমদ খানের বই

প্রবাসের ব্যালকনিতে বইয়ের প্রচ্ছদ
প্রবাসের ব্যালকনিতে বইয়ের প্রচ্ছদ

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে মালয়েশিয়াপ্রবাসী লেখক রফিক আহমদ খানের বই ‘প্রবাসের ব্যালকনিতে’।

বইটি প্রকাশ করেছে চট্টগ্রামের প্রকাশনা সংস্থা বলাকা প্রকাশন। প্রচ্ছদ করেছেন মেরুন হরিয়াল।

বাংলা একাডেমির বইমেলায় বইটি বলাকা প্রকাশনের ৫৫৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে মেলার প্রথম দিন থেকেই।

রফিক আহমদ খান প্রবাসজীবনের নানা বিষয় নিয়ে লেখালেখি করে আসছেন। প্রবাসের ব্যালকনিতে তাঁর প্রথম বই। এতে প্রবাসজীবন নিয়ে লেখা ৩৯টি নিবন্ধ স্থান পেয়েছে। লেখাগুলোয় প্রবাসের সুখ-দুঃখ, সুবিধা-অসুবিধা, চাওয়া-পাওয়ার কথা ফুটে উঠেছে।