বাহরাইনে সচেতনতামূলক অনুষ্ঠান নিয়ে প্রস্তুতি সভা

বাহরাইনে সচেতনতামূলক অনুষ্ঠান নিয়ে প্রস্তুতি সভা। ছবি: বাংলাদেশ সাংবাদিক ফোরাম, বাহরাইন
বাহরাইনে সচেতনতামূলক অনুষ্ঠান নিয়ে প্রস্তুতি সভা। ছবি: বাংলাদেশ সাংবাদিক ফোরাম, বাহরাইন

বাহরাইনে সচেতনতামূলক অনুষ্ঠান ‘শ্যামল মায়া’ নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের উদ্যোগে গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে মুহরকের আলওসরা হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, বাংলাদেশ থেকে বাহরাইনে আসার সময় কিছু প্রবাসী মাদক ব্যবসায়ীর প্ররোচনায় পড়ে নিজের অজান্তে বহন করে নিয়ে আসেন নিষিদ্ধ মাদক। তাঁদের কেউ কেউ বাহরাইনের বিমানবন্দরে ধরা পড়ে দীর্ঘমেয়াদি কারাভোগের শিকার হন। এতে ধ্বংস হয় তাঁদের জীবন। ক্ষতিগ্রস্ত হয় পুরো পরিবার।

তাঁদের কারণে প্রবাসের মাটিতে দুর্নাম হয় দেশের। এ ছাড়া প্রবাসীদের অনেকে কর্মক্ষেত্রে অসাবধানতার কারণে দুর্ঘটনার শিকার হয়ে আহত কিংবা নিহত হন।

প্রবাসীদের মধ্যে এসব ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিক ফোরাম আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মানামার ডেলমন ইন্টারন্যাশনাল হোটেলে আয়োজন করতে যাচ্ছে শ্যামল মায়া নামে গণসচেতনতামূলক এক অনুষ্ঠান।

প্রস্তুতি সভায় মূল বক্তব্য পাঠ করেন ফোরামের সভাপতি বশির আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক আবদুল কাদের মজুমদার, সাংগঠনিক সম্পাদক সাইদ মামুন হেসেন, কোষাধ্যক্ষ নজির আহমদ, শরিফুল ইসলাম, বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইনের সভাপতি আল আমিন, সহসভাপতি মোহাম্মদ ইমন, নাজমুস সাকিব, সহসাধারণ সম্পাদক সাদাত ফয়সল প্রমুখ।

সভা থেকে দলমত–নির্বিশেষে প্রবাসীদের শ্যামল মায়া অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি