ক্যালগেরিতে সরস্বতীপূজা উদ্যাপন

ক্যালগেরিতে সরস্বতীপূজা উদ্‌যাপন। ছবি: শুভ্র দাস
ক্যালগেরিতে সরস্বতীপূজা উদ্‌যাপন। ছবি: শুভ্র দাস

কানাডার ক্যালগেরি শহরে উদ্‌যাপিত হয়েছে বিদ্যা ও ললিতকলার দেবী সরস্বতীর পূজা অর্চনা। নাটক, সংগীত ও নৃত্যকলাসহ বিভিন্ন শিল্পকলার সঙ্গে জড়িত কিছু উদ্যোগী তরুণ-তরুণী মিলে ক্যালগেরিতে প্রথমবারের মতো আয়োজন করেন বাণী মায়ের অর্চনা।

গত শনিবার (৮ ফেব্রুয়ারি, ২৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ) সাড়ম্বরে এই পূজা উদ্‌যাপন করা হয়।

দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হয়। ছবি: শুভ্র দাস
দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হয়। ছবি: শুভ্র দাস

জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করেন। কিন্তু বিদেশবিভুঁইয়ে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার কারণে সাপ্তাহিক ছুটির দিনে এই পূজার আয়োজন করতে হয় বলে নির্দিষ্ট সময় মানা সম্ভব হয় না।

পূজা শেষে দেবীর পাদপদ্মে অঞ্জলি দেন ভক্তরা। এ ছাড়া দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হয়।

ভক্তদের একাংশ। ছবি: শুভ্র দাস
ভক্তদের একাংশ। ছবি: শুভ্র দাস

অভ্যর্থনায় ছিলেন আয়োজক দলের পূজা, শুভাশিস, পাপলু, সুব্রত (শুভ), বিনিতা, সুরঞ্জিত, জয়শ্রী, স্ট্রিলা ও শুভ্র।

সন্ধ্যায় পুজোর আমেজে দর্শনার্থীদের আপ্যায়ন করা হয় খিচুড়ি-লাবড়া-চাটনি-পায়েস খাইয়ে। রাতে দর্শকদের মন কেড়ে নেয় ক্যালগেরির সুপরিচিত ব্যান্ড ‘কায়া’সহ শিশুকিশোর ও স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।

সন্ধ্যায় পুজোর আমেজে দর্শনার্থীদের আপ্যায়ন করা হয় খিচুড়ি-লাবড়া-চাটনি-পায়েস খাইয়ে। ছবি: শুভ্র দাস
সন্ধ্যায় পুজোর আমেজে দর্শনার্থীদের আপ্যায়ন করা হয় খিচুড়ি-লাবড়া-চাটনি-পায়েস খাইয়ে। ছবি: শুভ্র দাস

ক্যালগেরি শহরের রেনফ্রিউ কমিউনিটি হলে আয়োজিত এই পূজাতে সব ধর্মের বাঙালিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মনে করিয়ে দিয়েছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনের কথা। এখানেই আমাদের অহংকার, আমাদের গর্ব।

এবারের এই পূজা অর্চনার আয়োজনকে সাফল্যমণ্ডিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক দল।