লস অ্যাঞ্জেলেসে পিঠা উৎসব

পিঠা উৎসবে আগতদের একাংশ। ছবি: তপন দেবনাথ
পিঠা উৎসবে আগতদের একাংশ। ছবি: তপন দেবনাথ

বর্ণাঢ্য আয়োজনে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি–অধ্যুষিত শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় এই পিঠা উৎসব আয়োজন করা হয়।

পিঠা উৎসব আয়োজন করে লিটল বাংলাদেশ অব লস অ্যাঞ্জেলেস।

উৎসবে বেশ কয়েকটি পিঠার স্টল বসে বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা নিয়ে। অল্প সময়ের মধ্যেই সব পিঠা বিক্রি হয়ে যায়।

এ ছাড়া উৎসবের প্রধান আকর্ষণ ছিল শিশু-কিশোরদের গান, কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। সেরা পিঠা প্রস্তুতকারককেও পুরস্কৃত করা হয়। শিশুদের অনুষ্ঠান পরিচালনা করেন কাজী মনোয়ার হোসেন।

পিঠা উৎসবে আগতদের একাংশ। ছবি: তপন দেবনাথ
পিঠা উৎসবে আগতদের একাংশ। ছবি: তপন দেবনাথ

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি বিশিষ্টজনেরা শুভেচ্ছা বক্তব্য দেন। গান পরিবেশন করেন মিতালি কাজল, শহীদ আলম ও সাথি বড়ুয়া। উপস্থাপনা করেন মিথুন চৌধুরী ও রোশনি আলম।

আয়োজনে অনেক দর্শক সমাগম হয়। নিকট অতীতে কোনো অনুষ্ঠানে এত দর্শকসমাগম হয়নি। সর্বস্তরের মানুষের কলকাকলিতে উৎসবস্থল ছোট এক বাংলাদেশের রূপ পায়।

আয়োজকদের সঙ্গে অতিথিরা। ছবি: তপন দেবনাথ
আয়োজকদের সঙ্গে অতিথিরা। ছবি: তপন দেবনাথ

উল্লেখ্য, এর আগে ২০১৩ ও ২০১৫ সালে লস অ্যাঞ্জেলেসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছিল।