আমায় দোষ দেবে দাও

সে আমার রাত নির্ঘুম, নেশার বকুল। বুক চিনচিন ব্যথা
দিনদুপুরের আচমকা ঘুম, অকারণ ভালো থাকা!

দুই.

সে আমার কোমর বেয়ে নেমে আসা অহংকারের নূপুর
সে আমার সন্ধ্যা রাতের নেভা বাতি, বাতি জ্বলা দুপুর!

তিন.

আমায় দোষ দেবে দাও বলব আজকে কিছু...
প্রেমিক সে তো পাগল মতন, অবুঝ সবুজ শিশু
তার কাছে যে হার মেনে যায় রাজা উজির যিশু!

চার.

যে আমার হিজল ভাঙার জল বিছানা, মেজাজ খারাপ ধুর!
সেই আমার বিষাদ নদীর ডুবের নামতা, সুখের সমুদ্দুর।

লেখিকা
লেখিকা

পাঁচ.
আমায় দোষ দেবে দাও
সে আমার দমকা হাওয়া, বৈঁচি কাঁটায় বিন্ধে যাওয়া চুল...

সে আমার স্মৃতিবিভ্রম, খুনের নামতা, বন্য কোনো ভুল!

জাহান রিমা: ইমার্জেন্সি ডেন্টাল, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র