একুশের কবিতা

বায়ান্নতে বাঙালি গর্জেছিল মাতৃভাষা রাখতে

একাত্তরে ছিনিয়ে এনেছি স্বাধীন দেশ বাংলা।
বাংলায় মাতাল, বাংলায় পাগল, বাংলায় গর্জন
বাংলা যদি গর্জে ওঠে থরথর কাঁপে ধরণিতল।

বায়ান্নতে নির্যাতনে ঠেকেছিল পিঠ দেয়ালে
অস্ত্রবিহীন বীর বাঙালি গর্জে উঠেছি একসঙ্গে।
যুদ্ধ করতে অস্ত্র লাগে, বুকে লাগে বড় হিম্মত
হিম্মত ছাড়া যুদ্ধ বিজয় হয় না অকস্মাৎ।

হিম্মত হলো বড় অস্ত্র তার প্রমাণ বাংলার যুবক
এমন নজির পাওয়া যাবে না খুঁজলে সারা মুল্লুক।
ভাষার নামে স্বাধীন আমি ভাষা মোর পরিচয়
মাতৃভাষা লজ্জা পেলে জীবটাই তো অপচয়।

সালাম বরকত রফিক জব্বার সবাই মোর ভাই
তাঁদের আত্মা শান্তি পাবে বাংলায় যদি গাই।
স্বাধীন দেশ স্বাধীন মানুষ স্বাধীন আমার হিয়া
যা খুশি আমি করতে পারি সবই খোদার দয়া।

বাংলায় আমি গৌরব করি বাংলায় করি প্রার্থনা
বাংলা সংস্কৃতি বিহনে স্বাধীনতাই মিথ্যা।
বাঙালি জাতি যা দিতে পারে সাধ্যি আছে কার
একুশে ফেব্রুয়ারি বিশ্ববাসীকে সর্বশ্রেষ্ঠ উপহার।
---
মো. শামীম হোসেন (বিদ্যুৎ), লন্ডন, যুক্তরাজ্য।