যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে বছরব্যাপী কর্মসূচি

পূর্ব লন্ডনে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সংবাদ সম্মেলন। ছবি: আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা
পূর্ব লন্ডনে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সংবাদ সম্মেলন। ছবি: আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা

বছরব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন করবে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা। গত মঙ্গলবার পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মোট ১৯টি কর্মসূচির কথা ঘোষণা করে।

এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে ‘জাতির পিতার জন্মদিনের অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা’, যুক্তরাজ্যের রাজনীতিকদের নিয়ে ‘ব্রিটেন-বাংলাদেশ-বঙ্গবন্ধু ও ঐতিহাসিক সম্পর্ক’ শীর্ষক অনুষ্ঠানসহ দেশটির বিভিন্ন শহরে জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের আয়োজন।

জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের এসব অনুষ্ঠান আয়োজনে একটি নাগরিক কমিটিও গঠন করেছে সংগঠনটি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন নাগরিক কমিটি শীর্ষক এ কমিটির আহ্বায়ক হিসেবে আছেন প্রবীণ সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরী। পৃষ্ঠপোষক হিসেবে আছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। কমিটির কার্যকরী আহ্বায়ক সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ। সদস্যসচিব হিসেবে আছেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদ্‌যাপন কমিটির যুগ্ম সদস্যসচিব শাহ শামীম আহমেদ। এতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মতিথি ঐতিহাসিক ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বিশ্বের ১৯৫টি দেশে ঐতিহাসিক মুজিব বর্ষ পালিত হবে। এরই অংশ হিসেবে যুক্তরাজ্যেও এই নাগরিক কমিটির অধীন বছরব্যাপী অনুষ্ঠানের আয়োজন হবে। বিজ্ঞপ্তি