জার্মানিতে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বার্লিনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। ছবি: সংগৃহীত
বার্লিনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। ছবি: সংগৃহীত

জার্মানির বিভিন্ন শহরে গভীর শ্রদ্ধার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। নানা অনুষ্ঠানে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে ১৯৫২ সালে বাংলাদেশে মাতৃভাষা আন্দোলনের বীর শহীদদের।

দেশটির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান আয়োজন করে নানা অনুষ্ঠানের। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বার্লিনে বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাঙালির সঙ্গে নিয়ে অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করে।

হ্যানোভারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে একুশের গান পরিবেশনা। ছবি: সংগৃহীত
হ্যানোভারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে একুশের গান পরিবেশনা। ছবি: সংগৃহীত

বার্লিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ ও দূতাবাসের কর্মকর্তারা।

বনে বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে গান পরিবেশন করছে শিশুরা। ছবি: সংগৃহীত
বনে বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে গান পরিবেশন করছে শিশুরা। ছবি: সংগৃহীত

প্রবাসীদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের জার্মান শাখার নেতা মিজানুর হক খান, নুরে আলম সিদ্দিকী, নূরী খান, মাসুদুর রহমান প্রমুখ।

বার্লিনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীরা। ছবি: সংগৃহীত
বার্লিনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীরা। ছবি: সংগৃহীত

গত শনিবার (২২ ফেব্রুয়ারি) বনে আয়োজিত অনুষ্ঠানে বন ও কোলন শহরের প্রবাসী বাঙালিরা অংশ নেন। বেডগোটেসবর্গে একটি মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের আয়োজন করে বন শহরের বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র।

হ্যানোভারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
হ্যানোভারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) হ্যানোভার শহরে যৌথভাবে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটিতে নানা দেশের বিপুলসংখ্যক প্রবাসী ও জার্মানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নানা ভাষাভাষীর গান ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস নিয়ে আলোচনা হয়। বাংলাদেশর পক্ষে একুশের গান করেন অভিজিৎ, সজল, নয়ন, সাগর, বেলাল। একুশের প্রেক্ষাপট নিয়ে বলেন ফারিজা রহমান।

হ্যানোভারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে একুশের প্রেক্ষাপট নিয়ে বলছেন ফারিজা রহমান। ছবি: সংগৃহীত
হ্যানোভারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে একুশের প্রেক্ষাপট নিয়ে বলছেন ফারিজা রহমান। ছবি: সংগৃহীত