সাংস্কৃতিক আয়োজনে বহু ভাষার সম্মিলনের আবহ

অনুষ্ঠানের নেপালের শিল্পীদের পরিবেশনার একটি দৃশ্য। ছবি: বাংলাদেশ হাইকমিশন, আবুজা
অনুষ্ঠানের নেপালের শিল্পীদের পরিবেশনার একটি দৃশ্য। ছবি: বাংলাদেশ হাইকমিশন, আবুজা

বহু ভাষা ও সংস্কৃতিভিত্তিক বর্ণিল সাংস্কৃতিক আয়োজনে নাইজেরিয়ার রাজধানী আবুজায় পালন করা হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সাংস্কৃতিক এই আয়োজনে বিভিন্ন দেশের অংশগ্রহণে বহু ভাষা ও বহুজাতির সম্মিলনের এক বিরল আবহের সৃষ্টি হয়।

বাংলাদেশসহ চীন, কলম্বিয়া, ভারত (হিন্দি ও তামিল), ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেপাল, নাইজেরিয়া (ইউরোবা), শ্রীলঙ্কা ও ইউক্রেনের ১২টি ভাষার শিল্পীরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ভারতের শিল্পীদের পরিবেশনার একটি দৃশ্য। ছবি: বাংলাদেশ হাইকমিশন, আবুজা
অনুষ্ঠানে ভারতের শিল্পীদের পরিবেশনার একটি দৃশ্য। ছবি: বাংলাদেশ হাইকমিশন, আবুজা

অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও অন্য দেশের কূটনীতিকদের পরিবেশনা নতুন একটি মাত্রা যোগ করে। বাংলাদেশ হাইকমিশন পরিবার ও প্রবাসী বাংলাদেশ কমিউনিটি এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের নাচ, গান, আবৃত্তি ও বাঁশির সুরে সবাই মুগ্ধ হন।

দেশটিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন মিলনায়তনে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আলোচনা সভা ও বহু ভাষাভিত্তিক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে ইউনেসকোর আঞ্চলিক প্রতিনিধি ইয়ো ইদো।

সাংস্কৃতিক পরিবেশনার একটি দৃশ্য। ছবি: বাংলাদেশ হাইকমিশন, আবুজা
সাংস্কৃতিক পরিবেশনার একটি দৃশ্য। ছবি: বাংলাদেশ হাইকমিশন, আবুজা

দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ভারত, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিরিয়া, শ্রীলঙ্কা, ভেনেজুয়েলার রাষ্ট্রদূত বা হাইকমিশনার, সংযুক্ত আরব আমিরাত ও ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্স, কলম্বিয়ার অনারারি কনসাল জেনারেল, বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, পশ্চিমবঙ্গের বাঙালি কমিউনিটির সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে স্বাগত বক্তব্যে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি সারা বিশ্বে ভাষার বৈচিত্র্য উদযাপনের একটি প্রেক্ষাপট তৈরি করেছে। এ প্রসঙ্গে তিনি মহান ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃস্থানীয় ভূমিকা ও ভাষাশহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এই আন্দোলনের ধারাবাহিক অর্জনই বাংলাদেশের স্বাধীনতা।

সাংস্কৃতিক পরিবেশনার একটি দৃশ্য। ছবি: বাংলাদেশ হাইকমিশন, আবুজা
সাংস্কৃতিক পরিবেশনার একটি দৃশ্য। ছবি: বাংলাদেশ হাইকমিশন, আবুজা

ইউনেসকোর আঞ্চলিক প্রতিনিধি ইয়ো ইদো দিবসটির তাৎপর্য তুলে ধরতে গিয়ে এ ক্ষেত্রে ইউনেসকোর ভূমিকার কথা উল্লেখ করে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে বাংলাদেশি তরুণদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। এই ভাষা আন্দোলন ও আত্মত্যাগের ভিত্তিতে ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে।

ভারতের হাইকমিশনার আভেয় ঠাকুর তাঁর বক্তব্যে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য এই অনন্য আত্মত্যাগের মধ্য দিয়ে দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করে তিনি বাংলাদেশকে অভিনন্দন জানান।

সাংস্কৃতিক পরিবেশনার একটি দৃশ্য। ছবি: বাংলাদেশ হাইকমিশন, আবুজা
সাংস্কৃতিক পরিবেশনার একটি দৃশ্য। ছবি: বাংলাদেশ হাইকমিশন, আবুজা

দেশটির ন্যাশনাল আর্টস অ্যান্ড কালচারের মহাপরিচালক ওতুনবা ওলেসেগুন রানসুয়ে আলোচনায় অংশ নেন। দিবসটির মূল চেতনার কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে শাস্তি ও পারস্পরিক বোঝাপড়া সৃষ্টির ক্ষেত্রে ইউনেসকোর ঘোষণার তাৎপর্য অনেক।

সভার শুরুতে ভাষাশহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দিবসটির ওপরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সাংস্কৃতিক পরিবেশনার একটি দৃশ্য। ছবি: বাংলাদেশ হাইকমিশন, আবুজা
সাংস্কৃতিক পরিবেশনার একটি দৃশ্য। ছবি: বাংলাদেশ হাইকমিশন, আবুজা

এর আগে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচির অংশ হিসেবে হাইকমিশনে সম্প্রতি নির্মিত শহীদ মিনারে সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে পতাকা অর্ধনমিত এবং দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

এ ছাড়া বাংলা একাডেমির বইমেলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাভিলিয়নের ওপরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত ও দেশের অব্যাহত শাস্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

স্বাগত বক্তব্য দেন হাইকমিশনার মো. শামীম আহসান। ছবি: বাংলাদেশ হাইকমিশন, আবুজা
স্বাগত বক্তব্য দেন হাইকমিশনার মো. শামীম আহসান। ছবি: বাংলাদেশ হাইকমিশন, আবুজা