লস অ্যাঞ্জেলেসে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস

লিটল বাংলাদেশের শহীদ দিবস পালন। ছবি: সংগৃহীত
লিটল বাংলাদেশের শহীদ দিবস পালন। ছবি: সংগৃহীত

বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি যথাযথভাবে পালন করা হয়।

লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি অধ্যুষিত স্বদেশ রেস্টুরেন্ট চত্বরে একুশের প্রথম প্রহরে লিটল বাংলাদেশের আয়োজনে কমিউনিটির বিভিন্ন সংগঠন ও ব্যক্তি অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়।

লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবসের অনুষ্ঠানে প্রবাসীরা। ছবি: সংগৃহীত
লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবসের অনুষ্ঠানে প্রবাসীরা। ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট দুই পর্বে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। প্রথম পর্বে ছিল সকাল ৯টায় পতাকা অর্ধনমিতকরণ, পবিত্র গ্রন্থ থেকে পাঠ, অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বাণী পাঠ ও আলোচনা। দ্বিতীয় পর্বে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশু–কিশোরেরা ভাষা দিবসের তাৎপর্যমণ্ডিত কবিতা আবৃত্তি, প্রবন্ধ পাঠ ও দেশাত্মবোধক গান পরিবেশন করে। প্রবাসী শিল্পীরাও অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

এ ছাড়া সম্মিলিত বৃহত্তর লস অ্যাঞ্জেলেস কমিটির আয়োজনে বারব্যাংক স্পাইস প্লাস গ্রোসারি চত্বরের পার্কিং লটে ব্যাপক আয়োজনে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। একুশের প্রথম প্রহরে এখানে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে প্রচুর লোকসমাগম হয়।

বৃহত্তর লস অ্যাঞ্জেলেস সম্মিলিত কমিটির শহীদ দিবস পালন। ছবি: সংগৃহীত
বৃহত্তর লস অ্যাঞ্জেলেস সম্মিলিত কমিটির শহীদ দিবস পালন। ছবি: সংগৃহীত