যোদ্ধা

জানেনি কেউ; আলোকবর্ষের দূরত্ব অভিসারে,

পরমাণুর সংঘাতে কক্ষচ্যুতির নিদারুণ কাহিনি, অথবা ভাবেনি,

ঠিক কতটা ধাতব হলে গতিবিদ্যার সূত্রে জীবনকে ফিরিয়ে দেওয়া যায়

তেজস্ক্রিয়তায় ভস্মীভূত ক্ষরণের ফোটনখানি!

তোমার ভাবনায় প্রজ্বলিত বহু প্রাচীন যে অসার চেতনা;

সে আমার মস্তিষ্কের নিউরনে, মানবিকতার অধঃপতনে

অশান্ত অ্যাড্রিনালের স্ফুলিঙ্গ কণা।

লেখিকা
লেখিকা

জ্বলে যে স্ফীত আগুন, রাতের পারিজাতের বহ্নিশিখায়—

সাদা মেঘেরা কোথাও কখনো তখন,

ধোঁয়াশার ভিড়ে কুয়াশার দেয়ালে যোদ্ধা কথা হয়ে যায়।

–––
জেবুন্নেছা জ্যোৎস্না: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।