কোপেনহেগেন বাংলাদেশ মিশনে ৭ মার্চের ভাষণবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কোপেনহেগেনে বাংলাদেশ মিশনে ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুহাম্মদ এ মুহিত। ছবি: বাংলাদেশ দূতাবাস, কোপেনহেগেন
কোপেনহেগেনে বাংলাদেশ মিশনে ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুহাম্মদ এ মুহিত। ছবি: বাংলাদেশ দূতাবাস, কোপেনহেগেন

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি মানব–ইতিহাসের অন্যতম মাইলফলক। এটি এমন একটি ভাষণ, যা মাত্র কয়েক মুহূর্তের মধ্যে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক দৃশ্যপটকে বদলে দেয়, রচনা করে বাঙালি জাতির ভবিষ্যৎ, আর যা ছিল মূলত সাড়ে সাত কোটি বাঙালির মুক্তির সনদ।

বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ এ মুহিত গত শনিবার কোপেনহেগেনে বাংলাদেশ মিশনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা। ছবি: বাংলাদেশ দূতাবাস, কোপেনহেগেন
উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা। ছবি: বাংলাদেশ দূতাবাস, কোপেনহেগেন

আলোচনা সভায় ডেনমার্কের বিভিন্ন সরকারি-বেসরকারি ও জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কর্মরত প্রবাসী বাংলাদেশি, শিল্পী, রাজনীতিবিদ এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও পরে দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ ও ঐতিহাসিক ৭ মার্চের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উন্মুক্ত আলোচনায় প্রবাসী বাংলাদেশিরা স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের উত্থানের পেছনে ৭ মার্চের ভাষণের গুরুত্ব নিয়ে স্বতঃস্ফূর্ত আলোচনায় অংশ নেন।

দর্শনার্থীদের জন্য চ্যান্সারি ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয় ৭ মার্চ। ছবি: বাংলাদেশ দূতাবাস, কোপেনহেগেন
দর্শনার্থীদের জন্য চ্যান্সারি ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয় ৭ মার্চ। ছবি: বাংলাদেশ দূতাবাস, কোপেনহেগেন

এর আগে রাষ্ট্রদূত এ মুহিত আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য চ্যান্সারি ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন। এ কর্নারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনদর্শন, কর্ম ও আদর্শের ওপর বই, ছবি, নথি ও ভিডিওর সমন্বয়ে সমৃদ্ধ আয়োজনে সাজানো হয়েছে। দূতাবাসের আপ্যায়নে চা-চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।