তুরস্কে বাংলাদেশবিষয়ক ছবির একক প্রদর্শনী আয়োজিত

লাবিব ফয়সালের তোলা ছবি। ছবি: বিজ্ঞপ্তি
লাবিব ফয়সালের তোলা ছবি। ছবি: বিজ্ঞপ্তি

তুরস্কে এই প্রথম বাংলাদেশবিষয়ক ছবির একক প্রদর্শনী আয়োজিত হয়েছে। গত শনিবার (১৪ মার্চ) চিত্রগ্রাহক লাবিব ফয়সালের তোলা ছবির এ প্রদর্শনীর আয়োজক ছিলেন তুরস্কের কনিয়া শহরের ‘আনাদলু সেলজুকলু ফটোগ্রাফিক সোসাইটি’।

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি মুস্তফা বিনল, প্রবীণ ফটোগ্রাফার মেহমেত জান ও আহমেত কুশ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি–পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রদর্শনীতে ৪৫টি ছবির স্লাইড দেখানো হয়। যেখানে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সাধারণ মানুষের জীবন নিখুঁতভাবে ফুটে উঠেছে।

বাংলাদেশবিষয়ক ছবির প্রদর্শনীতে আগত দর্শকেরা।
বাংলাদেশবিষয়ক ছবির প্রদর্শনীতে আগত দর্শকেরা।

উদ্বোধনী বক্তব্যে মুস্তফা বিনল বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা স্মরণ করে বাংলাদেশকে ফটোগ্রাফির জন্য একটি আদর্শ স্থান বলে বর্ণনা করেন।

প্রদর্শনীতে চিত্রগ্রাহক লাবিব ফয়সালের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রদর্শনীতে চিত্রগ্রাহক লাবিব ফয়সালের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

এই প্রদর্শনীর জন্য চিত্রগ্রাহক লাবিব ফয়সালের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সার্টিফিকেট প্রদানের সময় প্রবীণ ফটোগ্রাফার মেহমেত জান বলেন, ‘মানুষ তার জৈবিককালে বেঁচে থাকার জন্য কিছু না কিছু করেই। কিন্তু ভালো লাগা কাজের সঙ্গে থেকে তা থেকে উপার্জন করতে পারাতেই আমার মতে সবচেয়ে বড় সফলতা।’ প্রেস বিজ্ঞপ্তি।