ক্যানবেরায় স্বাধীনতা দিবস উদ্যাপন

ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করছেন হাইকমিশনার সুফিউর রহমান। ছবি: ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন
ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করছেন হাইকমিশনার সুফিউর রহমান। ছবি: ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন

অস্ট্রেলিয়ার ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়। দেশটিতে করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে এক ভিন্ন পরিবেশে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়।

ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক দূরত্বের দেড় মিটার (তিন ফিট) দূরত্বে অবস্থানের নিয়ম মেনে ওই দিন সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে হাইকমিশনার সুফিউর রহমান। এরপর একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়।

সামাজিক দূরত্বের নিয়ম মেনে আলোচনা সভায় আগত অতিথি ও হাইকমিশনের কর্মকর্তারা। ছবি: ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন
সামাজিক দূরত্বের নিয়ম মেনে আলোচনা সভায় আগত অতিথি ও হাইকমিশনের কর্মকর্তারা। ছবি: ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন

আলোচনা পর্বে হাইকমিশনার সুফিউর রহমান তাঁর শুভেচ্ছা বক্তব্যে মহান স্বাধীনতা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অর্থনৈতিক মুক্তির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বক্তব্যে করোনাভাইরাসের মতো বিভিন্ন বৈশ্বিক দুর্যোগ ও মহামারির মতো প্রাদুর্ভাব দূরীকরণে আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তা বিশদভাবে তুলে ধরেন। তিনি অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোর মেধা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন।

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন হাইকমিশনার সুফিউর রহমান। ছবি: ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন হাইকমিশনার সুফিউর রহমান। ছবি: ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন

উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।