সিঙ্গাপুরে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দূতাবাসের উদ্যোগ

সিঙ্গাপুরে অনেকের ওয়ার্ক পাসের মেয়াদ শেষ কিন্তু কোম্পানি ওয়ার্ক পাস আর নবায়ন করতে চাচ্ছে না৷ কিংবা অনেকেই চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরতে পারছেন না৷

এসব মানুষকে দেশে ফেরত পাঠাতে আজ মঙ্গলবার সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বিজ্ঞপ্তি জারি করেছে৷ কাউন্সেলর ও দূতালয়প্রধান মো. তৌফিক-উর রহমান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের বিমান চলাচল সাময়িক বন্ধ আছে। এতে সিঙ্গাপুরে কিছুসংখ্যক বাংলাদেশি আটকা পড়েছেন বা দেশে পৌঁছাতে পারছেন না। এ জন্য অনেকে হাইকমিশনে যোগাযোগ করেছেন। বিষয়টি সরকারের বিবেচনার্থে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের জন্য আটকে পড়া/দেশে ফিরতে ইচ্ছুক ব্যক্তিগণের সংখ্যা জানা প্রয়োজন। এমতাবস্থায় আগ্রহী নাগরিকদের তাঁদের বর্তমান ঠিকানা, স্থানীয় মোবাইল নম্বর ও পাসপোর্ট-সংক্রান্ত তথ্যাদি উল্লেখপূর্বক হাইকমিশনের ই-মেইল ([email protected])যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে৷