প্রবাসীদের মানবিক সহায়তা দিল বৈরুত দূতাবাস

বাংলাদেশ দূতাবাস বৈরুতে প্রবাসীদের মানবিক সহায়তা করা হচ্ছে। ছবি: বাংলাদেশ দূতাবাস বৈরুত
বাংলাদেশ দূতাবাস বৈরুতে প্রবাসীদের মানবিক সহায়তা করা হচ্ছে। ছবি: বাংলাদেশ দূতাবাস বৈরুত

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে বাংলাদেশ দূতাবাস বৈরুতের সার্বিক ব্যবস্থাপনায় লেবাননে অসহায় বাংলাদেশি প্রবাসীদের মানবিক সহায়তা প্রদান ১১ এপ্রিল শুরু হয়েছে। দূতাবাস সরাসরি যোগাযোগ করে প্রবাসীদের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।

রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন ও কমিউনিটি হতে সংগ্রহ করা দুস্থ প্রবাসীদের তালিকা দূতাবাস যাচাই করে মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে। লেবাননের দক্ষিণাঞ্চল সুর হতে এ কার্যক্রমের উদ্বোধন করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশন UNIFIL-এ কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জিলানি ও দূতাবাসের তৃতীয় সচিব আবদুল্লাহ আল শাফী।

আবদুল্লাহ আল মামুন জানান, এই মুহূর্তে করোনা পরিস্থিতির শিকার একেবারে অভাবী প্রবাসীদের মানবিক সহায়তা প্রদানের জন্য বৈরুত দূতাবাস তার ক্ষমতার সর্বোচ্চ চেষ্টা করছে। দূতাবাস পুরো লেবানন জুড়ে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি দূতাবাসের পাশাপাশি অবস্থাসম্পন্ন প্রবাসীদেরও অসহায় প্রবাসীদের সহায়তায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

বাংলাদেশ দূতাবাস বৈরুতে মানবিক সহায়তা প্রদান ১১ এপ্রিল শুরু হয়েছে। ছবি: বাংলাদেশ দূতাবাস বৈরুত
বাংলাদেশ দূতাবাস বৈরুতে মানবিক সহায়তা প্রদান ১১ এপ্রিল শুরু হয়েছে। ছবি: বাংলাদেশ দূতাবাস বৈরুত

লেবাননে প্রায় ১ লাখ ৫০ হাজার বাংলাদেশি রয়েছেন। লেবাননের অর্থনৈতিক দুরবস্থা, ডলার সংকট বিভিন্ন কারণে স্বেচ্ছায় দেশে যাওয়ার জন্য দূতাবাসে প্রায় সাড়ে ৭ হাজার প্রবাসী বাংলাদেশি নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ সিরিয়াল পর্যন্ত দেশে ফেরার ক্লিয়ারেন্স পাওয়া গেছে। ডিটেনশন সেন্টারে (সফর জেল) আটক ৮৭ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য অপেক্ষা করছে। বিমান চলাচল শুরু হলেই তাঁরা দেশে ফিরতে পারবে বলে আশা করা যায়। এ ব্যাপারে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে নেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ইতিমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি

দূতাবাস সরাসরি যোগাযোগ করে প্রবাসীদের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। ছবি: বাংলাদেশ দূতাবাস বৈরুত
দূতাবাস সরাসরি যোগাযোগ করে প্রবাসীদের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। ছবি: বাংলাদেশ দূতাবাস বৈরুত