করোনা! করো না করুণা!

জানো করোনা,
তোমার আসার খবর শুনেই
আমরা বুঝে নিয়েছিলাম
কতটা রূঢ় হবে তুমি
তাও আশায় ছিলাম
এমন সর্বনাশী হয়তো হবে না তুমি।
কিন্তু যা দেখাচ্ছ তাতে
আমরা সত্যিই ঘাবড়ে গিয়েছি
ক্রমেই অসহায়ত্ব ঘিরে ধরছে যেন।
তুমি কি দেখছ অসহায়ত্বের ছাপ
কিছু আমাদের মাঝে?
আমাদের একাকিত্ব?
আমাদের নীরবতা?
বিচ্ছিন্নতা?
আতঙ্কিত পরিবেশ?
ভীতি?
তুমি কে? কেন এমন ভীতি ছড়াচ্ছ?
তুমি কি তাঁরই সৃষ্টি?
আমরাও কি তাঁরই নই?
যদি তাই হই বলে দিয়ো তাকে
আমরা তাঁরই করুণা চাই।
আমরা আর মৃত্যু চাই না
আর অসহায়ের মতো
ঘরে আটকে থাকতে চাই না,
আমরা মুক্তি চাই,
আমরা মুক্ত আলো-বাতাস চাই।
কিসের শাস্তি দিচ্ছেন তিনি?
দেশে দেশে নির্যাতিত মানুষের ক্রন্দন কি
তাহলে তাঁর দরবারে পৌঁছে গেছে?
ফিলিস্তিন, সিরিয়া, কাশ্মীরসহ
বিভিন্ন দেশে থাকা অসংখ্য ক্ষমতাহীন
আর সংখ্যালঘুর ক্রন্দন?
ওই যে সিরিয়ার ছোট মেয়েটি মৃত্যুর আগে
বলে গিয়েছিল যে সব আল্লাহর কাছে সে বলে দেবে।
সে কি সত্যিই সব বলে দিয়েছে?
উপায় কি সত্যিই নেই কোনো বাঁচার
করোনা, সত্যিই একটু করুণা করো না একবার!
প্লিজ!